যেহেতু চিনে করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে, তাই সেদেশের উৎপাদন শিল্প জোর ধাক্কা খেয়েছে৷ তারই প্রভাব পড়েছে বিশ্ব বাজারের অর্থনীতিতে৷ বুধবার রাষ্ট্রসঙ্ঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সম্মেলনে যে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয়েছে, তাতে এই তথ্যই উঠে এসেছে৷ সেখানেই প্রকাশিত রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, করোনার জেরে গোটা বিশ্বে রপ্তানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার মতো হ্রাস পেতে পারে৷
advertisement
এমনিতেই ভারতীয় অর্থনীতির খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ কিছু গতি পাচ্ছে না বৃদ্ধির হার৷ ফলে করোনার জেরে এই নতুন ধাক্কা কীভাবে সামাল দেওয়া যাবে, সেটাই এখন দেখার৷ ফলে করোনার সংক্রমণ রোখাই শুধু নয়, তার জেরে দেশের অর্থনীতিতে যে ধাক্কা লাগতে চলেছে, তাও সামাল দেওয়া কঠিন চ্যালেঞ্জ কেন্দ্রীয় সরকারের কাছে৷
অন্যদিকে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত গোটা বিশ্বে ৯৪,২৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তার মধ্যে চিনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০,২৭০৷