TRENDING:

Coronavirus। করোনার জেরে বিরাট ধাক্কা খেতে পারে ভারতীয় অর্থনীতি, আশঙ্কা রাষ্ট্রসঙ্ঘের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: বিশ্ব জুড়ে করোনা ভাইরাস যে ভয়াল আকার নিয়েছে, তার মারাত্মক প্রভাব পড়েছে অর্থনীতিতে৷ পৃথিবীর যে ১৫টি দেশের অর্থনীতিতে সবথেকে বেশি প্রভাব পড়েছে, তার মধ্যে অন্যতম ভারত৷ এমনই সম্ভাবনার কথা জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ৷ সেই রিপোর্টেই বলা হয়েছে, সবমিলিয়ে ভারতীয় অর্থনীতিতে ক্ষতির পরিমাণ হতে পারে ৩৪৮ কোটি মিলিয়ন ডলার৷
advertisement

যেহেতু চিনে করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে, তাই সেদেশের উৎপাদন শিল্প জোর ধাক্কা খেয়েছে৷ তারই প্রভাব পড়েছে বিশ্ব বাজারের অর্থনীতিতে৷ বুধবার রাষ্ট্রসঙ্ঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সম্মেলনে যে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয়েছে, তাতে এই তথ্যই উঠে এসেছে৷ সেখানেই প্রকাশিত রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, করোনার জেরে গোটা বিশ্বে রপ্তানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার মতো হ্রাস পেতে পারে৷

advertisement

এমনিতেই ভারতীয় অর্থনীতির খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ কিছু গতি পাচ্ছে না বৃদ্ধির হার৷ ফলে করোনার জেরে এই নতুন ধাক্কা কীভাবে সামাল দেওয়া যাবে, সেটাই এখন দেখার৷ ফলে করোনার সংক্রমণ রোখাই শুধু নয়, তার জেরে দেশের অর্থনীতিতে যে ধাক্কা লাগতে চলেছে, তাও সামাল দেওয়া কঠিন চ্যালেঞ্জ কেন্দ্রীয় সরকারের কাছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

অন্যদিকে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত গোটা বিশ্বে ৯৪,২৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তার মধ্যে চিনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০,২৭০৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus। করোনার জেরে বিরাট ধাক্কা খেতে পারে ভারতীয় অর্থনীতি, আশঙ্কা রাষ্ট্রসঙ্ঘের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল