TRENDING:

#Coronavirus in India৷ ভারতীয় দলেও করোনা আতঙ্ক! বলে থুতু লাগাতে ভয় পাচ্ছেন ক্রিকেটাররা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধরমশালা: করোনা ভাইরাস সতর্কতায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতে এসে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ ভারতীয় দলের ক্রিকেটাররাও যে করোনা সতর্কতায় নিজেদের মতো করে প্রস্তুতি নিলেন, সেই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমার৷ তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যবহৃত বলে মুখের লালা যথসম্ভব কম লাগাবেন তাঁরা৷
advertisement

তবে এ বিষয়ে দলের চিকিৎসকই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভুবনেশ্বর৷

সাধারণত বলের একটি দিক চকচকে রাখতে তাতে ক্রমাগত থুতু বা মুখের লালা লাগান ক্রিকেটাররা৷ কিন্তু করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় সে বিষয়ে সতর্ক হচ্ছে ভারতীয় দল৷ কারণ থুতু থেকেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে৷ ভুবনেশ্বর বলেছেন, 'এই বিষয়টি নিয়ে আমরা ভেবেছি ঠিকই৷ কিন্তু এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি৷ কারণ বলে লালা না লাগালে একদিক চকচকে থাকবে না৷ তখন আমরা অনেক রান দিয়ে ফেলব৷ আর সেক্ষেত্রে আপনারাই আমাদের সমালোচনা করবেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

বিষয়টি যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাঁরা আলোচনা করছেন, তা স্বীকার করে নিয়েছেন ভুবনেশ্বর৷ দলের চিকিৎসকের সঙ্গে আলোচনার পর বুধবরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus in India৷ ভারতীয় দলেও করোনা আতঙ্ক! বলে থুতু লাগাতে ভয় পাচ্ছেন ক্রিকেটাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল