ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ট্যুইটারে লিখেছেন, 'তেহরানে ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ৷ এই রকম প্রতিকুল পরিস্থিতিতে ভারতীয় মেডিক্যাল টিমকেও অসাধারণ কাজ করার জন্য ধন্যবাদ৷ ধন্যবাদ ভারতীয় বায়ুসেনা৷ একই সঙ্গে ইরান সরকারকে ধন্যবাদ৷ ইরানে আটকে থাকা অন্যান্য ভারতীয়দেরও ফেরানোর কাজ চলছে৷'
এ দিকে করোনা ভাইরাস ঠেকাতে মায়ানমার সীমান্ত বন্ধ করে দিল ভারত৷ মণিপুরে সিল করে দেওয়া হল সীমান্ত৷ মিজোরামও মায়ানমার ও বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিচ্ছে৷ করোনার জেরে আজ হোলি উত্সবেও ভাঁটা ভারতে৷
করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, খুব শীঘ্রই মহামারির আকার নেবে করোনা৷ মঙ্গোলিয়াতেও একজনের দেহে করোনা ভাইরাস মিলেছে৷ সে দেশের সরকার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে৷
ইউরোপের ৮টি দেশের ভিসা-ফ্রি ট্র্যাভেল বন্ধ করে দিল ভিয়েতনাম৷ এরই মধ্যে আরও একটি ভয়াবহ খবর হল, ইতালিতে জেলগুলিতে বন্দিদের সঙ্গে তাদের পরিবারের দেখা করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি৷ যার জেরে, একটি জেলে বন্দিদের মধ্যে দাঙ্গায় ৬ জন বন্দির মৃত্যু হয়েছে৷