TRENDING:

‘‌করোনা গবেষণায় যাঁরা সামনের সারিতে, তাঁদের স্যালুট করি’‌, ট্যুইটারে বললেন মোদি

Last Updated:

আরও স্বাস্থ্যকর এবং উন্নততর পৃথিবী তৈরিতে আমরা যেন এভাবেই সমস্ত সময়ে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি’‌, লিখেছেন প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌নয়াদিল্লি:‌ সোমবার, অর্থাৎ ১১ মে জাতীয় প্রযুক্তি দিবস। আর সেই দিন সকাল সকাল দেশের করোনা গবেষণায় নিয়ত থাকা যোদ্ধাদের স্যালুট জানালেন মোদি। করোনা গবেষণায় সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠান, ও বিজ্ঞানীরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তাঁদের কাজকেই এদিন সন্মান জানালেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ট্যুইটে মনে করিয়ে দিলেন জাতীয় প্রযুক্তি দিবসের কথাও।
advertisement

এদিন ট্যুইটারে মোদি লেখেন, ‘‌প্রযুক্তি এমন অনেক উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে যা পৃথিবীকে করোনা মোকাবিলায় আরও দ্রুত সাফল্যের দিকে পৌঁছে দেবে।

আমি স্যালুট করি সেই সব প্রথম সারির গবেষকরদের যাঁরা প্রতিনিয়ত গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে করোনাকে পরাস্ত করার লড়াই লড়ে চলেছেন।

আরও স্বাস্থ্যকর এবং উন্নততর পৃথিবী তৈরিতে আমরা যেন এভাবেই সমস্ত সময়ে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি’‌, লিখেছেন প্রধানমন্ত্রী।

করোনা মোকবিলায় সমান তালে কাজ করে চলেছে একাধিক প্রতিষ্ঠান। আইসিএমআর–তো আছেই, তাছাড়াও সরকারি বেসরকারি একাধিক প্রতিষ্ঠানের গবেষকরা প্রতিনিয়ত কাঁধে কাঁধ লাগিয়ে গবেষণার কাজ করছেন যাতে করোনা মোকাবিলায় দেশের হাতে আরও অস্ত্র তুলে দেওয়া যায়। প্রধানমন্ত্রী এদিন সেই যোদ্ধাদেরই স্যালুট জানালেন ট্যুইটারে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘‌করোনা গবেষণায় যাঁরা সামনের সারিতে, তাঁদের স্যালুট করি’‌, ট্যুইটারে বললেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল