মঙ্গলবার বাংলায় প্রথম ভার্চুয়াল র্যালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতাকে নিশানা করে শাহ বললেন,মমতাদিদি, আপনি শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন৷ এই কথাই আপনার বেরনোর রাস্তা সুগম করে দিল৷ শ্রমিক ট্রেনের নাম দিলেন করোনা এক্সপ্রেস৷ করোনা এক্সপ্রেস দিদির এক্সজিট এক্সপ্রেস৷ শ্রমিকরা এই অপমান ভুলবেন না ৷' সেই বক্তব্যেরই পাল্টা জবাবে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিযায়ী শ্রমিক স্পেশালে ইচ্ছে করে গাদা গাদা লোক পাঠানো হচ্ছে ৷ ১২০০ লোক আসার কথা যে ট্রেনে সেখানে ২৫০০ লোক পাঠাচ্ছে ! একসঙ্গে গাদাগাদি লোক পাঠানোয় করোনা ছড়ানোর আশঙ্কা ৷ তাই মানুষ করোনা এক্সপ্রেস বলেছেন ৷’
advertisement
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর গলায় ফের কেন্দ্রের সমালোচনার সুর ৷ বলেন, ‘লকডাউন ঘোষণার তিনদিন আগেই পরিযায়ীদের শ্রমিক এক্সপ্রেস চালিয়ে নিজেদের রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল কেন্দ্রের ৷ তাহলে আজ আর এই অবস্থা হত না ৷’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বাংলায় এখনও পর্যন্ত ২৫৫ ট্রেনে ১১লক্ষ পরিযায়ী ফিরেছেন ৷ পরিযায়ীদের নিয়ে আরও ২২ ট্রেন আসবে, তাতে ৩০ হাজার পরিযায়ী ফিরবেন ৷’