সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত প্রদেশ একটি খবর অনুযায়ি কেন্দ্রীয় গৃহ সচিব অজয় ভল্লা কনটেনমেন্ট জোন নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ২৫ এপ্রিল যা জারি করেছে সেটাই বলেন , এবং এটা কার্যকরী করার জন্য প্রভাবী কার্যকর করার কথা বলেছেন৷ একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে সমস্ত আধিকারিকদের কাজ করতে বলেছেন৷
advertisement
আইএএস ভল্লা বলেছেন যে সব জায়গায় দ্রুত গতিতে করোনা সংক্রমণ বাড়ছে সেখানে কার্যকরী ব্যবস্থা নিয়ে সত্ত্বর তা আটকানোর নির্দেশিকা দিয়েছেন৷ যাতে পরিস্থিতি আয়ত্তে আনা যায়৷ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেন মন্ত্রকের জারি করা গাইডলাইন মেনে জেলা স্তরে সংক্রমণ আটকানোর ব্যবস্থা নেয়৷
প্রতি সপ্তাহ ১০ শতাংশ সংক্রমণ গতিতে বাড়ছে এবং আইসিইউ-র ৬০ শতাংশ বেড ইতিমধ্যেই ব্যবহার করেছে সেখানে ১৪ দিনের জন্য প্রতিবন্ধকতা লাগু করতে নির্দেশ দিয়েছে৷
নাইট কার্ফু- অতি প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে রাতে আর কোনও কাজ বন্ধ রাখতে হবে৷ এই নির্দেশিকা কার্যকারী করতে স্থানীয় প্রশাসন প্রয়োজন হলে কার্ফু জারি করতে পারে৷
সামাজিক, রাজনৈতিক, খেলা, মনোরঞ্জন, শিক্ষা, সাংস্কৃতি, ধার্মিক এই সব সংক্রান্ত উৎসব ও সমারোহ পুরোপুরি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷
বিয়েতে ৫০ জন এবং অন্তিম সংস্কারে ২০ জনের বেশি অংশ নিতে পারবেন না৷
শপিং কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তোঁরা, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল, ধর্মস্থান বন্ধ রাখা হবে৷
শুধুমাত্র অত্যাবশ্যক সেবার তা ব্যক্তিগত হোক বা সার্বজনীন হোক তা জারি থাকবে৷ সমস্ত মহানগরে যান পরিষেবা ও অ্যাপ ক্যাব নিজেদের মোট ক্ষমতার চেয়ে অর্ধেক সংখ্যায় রাস্তায় নামবে৷
অত্যাবশ্যক পণ্যের রাজ্যের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং রাজ্যের বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা থাকবে না৷
সমস্ত কর্মস্থল নিজের মোট কর্মচারী সংখ্যার অর্ধেক নিয়ে কাজ করবে৷
