TRENDING:

লকডাউন বাড়ানো নিয়ে কী মত? সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের

Last Updated:

রাজ্যগুলির কোন বিষয় নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রীরা, বা ১ জুনের পর কোন ক্ষেত্রগুলি তাঁরা ছাড় দিতে চাইছেন, জানতে চাওয়া হয় সে বিষয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ৩১ মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন৷ তারপর কি আর বাড়ানো হবে লকডাউন? কী হবে করোনা মোকাবিলায় দেশের রূপরেখা? তা নিয়ে আলোচনা করতেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত নেওয়া হয়৷ ১ জুন থেকে কীভাবে চলতে চাইছেন তাঁরা, কোন ক্ষেত্রগুলিকেই বা খুলে দিতে চাইছেন, তার ওপরও গুরুত্ব দেওয়া হয়৷
advertisement

এখনও পর্যন্ত দেশে প্রতিটি লকডাউনের সময়সীমা বাড়ানোর আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী৷ এবারই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে৷ এই বৈঠকের পর সকলের মতামত সম্পূর্ণরূপে জানা না গেলেও মোটের ওপর যে তাঁরা লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন, সেটা বোঝা গিয়েছে৷ তবে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাননি কোন মুখ্যমন্ত্রী, অর্থনীতির দিক থেকে ছাড় দিয়ে ধীরে ধীরে সাধারণ ব্যবস্থায় ফিরে আসার পক্ষেই প্রায় সকলে৷

advertisement

এর আগে বৃহস্পতিবার ১৩টি শহরের মিউনিসিপ্যাল কমিশনার ও জেলা শাসকদের সঙ্গে কপ্রস্ত ভিডিও কনফারেন্স করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌব৷ দেশের প্রায় ৭০ শতাংশ করোনা সংক্রমংণ রয়েছে এই ১৩টি শহরেই৷ কন্টেইনমেন্ট জোনগুলিকে পুরোপুরি সিল করার পক্ষে সওয়াল করেছেন ক্যাবিনেট সচিব৷

চতুর্থ দফার লকডাউন শেষ হতে হাতে গোনা আর কয়েকদিন বাকি৷ এরমধ্যেই কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে৷ তারই মধ্যে হুহু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ইতিমধ্যেই বিশ্বের সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় উঠে এসেছে ভারত৷ ৪৫৩১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত দেড় লাখের ওপর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

তবে আপাতত স্কুল, কলেজ, মল খোলা হবে না বলেই সূত্রের খবর৷ একই ভাবে হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল, সুইমিং পুল, জিমও থাকবে বন্ধ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন বাড়ানো নিয়ে কী মত? সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল