TRENDING:

Coronavirus| 'ভাইরাস লাফিয়ে বাড়ছে, আমরা স্টেজ ৩-এর পথে,' জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

মুম্বই শহরতলির ট্রেন চলাচল জরুরি কাজের জন্য করা হচ্ছে৷ এই অবস্থা থেকে বাঁচতে সবার সাহায্য প্রয়োজন বলেও জানান স্বাস্থ্যন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মহারাষ্ট্রে তীব্র ভাবে বাড়ছে করোনা ভাইরাস৷ সবচেয়ে আশঙ্কার বিষয় হল, মহারাষ্ট্রে স্টেজ থ্রি-র পথে চলেছে করোনা৷ অর্থাত্‍ কমিউনিটিতে ছড়িয়ে পড়ার দিকে এগোচ্ছে৷ যা আসলে মারাত্মক৷ ঠিক যে রকম ইতালি বা ইরানে হয়েছে৷
advertisement

শনিবার মহারাষ্ট্রের স্বাস্থমন্ত্রী রাজেশ তোপে জানালেন, 'মহারাষ্ট্রে আরও ১১ জনের শরীরে করোনা মিলেছে৷ ৫২ থেকে একলাফে ৬৩ হয়ে গেল৷ এত দ্রুত ছড়াচ্ছে৷ আমরা স্টেজ থ্রি-র পথে৷ মুম্বইয়ে নতুন করে ১০ জনের দেহে করোনা ধরা পড়ল৷ মোট করোনা আক্রান্তের মধ্যে ১৩ থেকে ১৪ জনই বিদেশ থেকে করোনা এনেছে৷ বাকিরা সংক্রামিত হয়েছে৷ আমি মানুষের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, বাইরে যাবেন না৷ গণপরিবহণ শাট-ডাউন করা হবে৷ যে কোনও ভিড় এড়িয়ে যান৷ না হলে সব শেষ হয়ে যাবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুম্বই শহরতলির ট্রেন চলাচল জরুরি কাজের জন্য করা হচ্ছে৷ এই অবস্থা থেকে বাঁচতে সবার সাহায্য প্রয়োজন বলেও জানান স্বাস্থ্যন্ত্রী৷ তিনি বলেন, আমরা স্টেজ ২-এ আছি৷ এখনও কোনও কমিউনিটিতে ছড়ায়নি৷ তবে যে হারে বাড়ছে তাতে স্টেজ থ্রি বেশি দূরে নেই৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, করোনা ভাইরাস ঠান্ডা জায়গায় অনেক্ষণ বেঁচে থাকে৷ তাই মানুষকে অনুরোধ, সরকারি বা বেসরকারি অফিসে এয়ার কন্ডিশন না চালানোই ভালো৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| 'ভাইরাস লাফিয়ে বাড়ছে, আমরা স্টেজ ৩-এর পথে,' জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল