TRENDING:

নির্দেশ মানছেন না মুখ্যসচিব, হুমকি দিচ্ছে পুলিশ, অভিযোগ কেন্দ্রীয় দলের প্রধানের

Last Updated:

মুখ্যসচিবকে উদ্দেশ্য করে লেখা নতুন এই চিঠিতে তাঁর বিরুদ্ধেই সবথেকে বেশি সরব হয়েছেন অপূর্ব চন্দ্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  রাজ্যকে পাঠানো নতুন চিঠিতে সরাসরি মুখ্যসচিব রাজীব সিনহার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র৷ রাজ্যের মুখ্যসচিব যে অবস্থান নিয়েছেন, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার পরিপন্থী বলেও অভিযোগ করেছেন চন্দ্র৷ নতুন এই চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে৷ একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান৷
advertisement

মুখ্যসচিবকে উদ্দেশ্য করে লেখা নতুন এই চিঠিতে তাঁর বিরুদ্ধেই সবথেকে বেশি সরব হয়েছেন অপূর্ব চন্দ্র৷ চিঠিতে তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হলেও রাজ্য সরকার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কোনওরকম সহযোগিতা করছে না৷ কেন তাঁদের নিরাপত্তায় পুলিশ দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন অপূর্ব চন্দ্র৷ পুলিশ না দিল তাঁদের নিরাপত্তার দায় রাজ্য নেবে কিনা, জানতে চাওয়া হয়েছে তাও৷

advertisement

কলকাতার প্রতিনিধি দলটি মূলত বিএসএফ-কে সঙ্গে নিয়েই বিভিন্ন জায়গায় ঘুরছে৷ চিঠিতে অপূর্ব চন্দ্র জানতে চেয়েছেন, পুলিশের অনুপস্থিতিতে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিএসএফ-এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে কিনা? পাশাপাশি রাজ্যের তরফে তাঁদের পিপিই দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে৷

advertisement

অপূর্ব চন্দ্রের চিঠি৷

তবে চিঠিতে সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ তুলে অপূর্ব চন্দ্র লিখেছেন, সংবাদমাধ্যমে মুখ্যসচিব বলেছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে অত সময় দেওয়া যাবে না৷ তাঁর এই মন্তব্য কেন্দ্রীয় নির্দেশের অবমাননা বলেও চিঠিতে স্পষ্ট লেখা হয়েছে৷ মুখ্যসচিবকে কেন্দ্রীয় দলের তরফে চারটি চিঠি পাঠানো হলেও একটিরও জবাব রাজ্য দেয়নি বলে অভিযোগ করেছেন অপূর্ব চন্দ্র৷ তবে মিডিয়ার মাধ্যমে রাজ্যের সঙ্গে কোনও কথার আদানপ্রদান তাঁরা করবেন না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান৷ একইসঙ্গে কেন তাঁদের সঙ্গে সিনিয়র অফিসার না পাঠিয়ে স্বাস্থ্য দফতরের জুনিয়র অফিসারদের পাঠানো হচ্ছে, সেই প্রশ্নও তোলা হয়েছে চিঠিতে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পাশাপাশি চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিমানবন্দরে যাওয়া ছাড়া কলকাতায় বিএসএফ-এর গেস্ট হাউস থেকে বিনা অনুমতিতে তাঁরা বেরোতে পারবেন না বলেও ফোনে নির্দেশ দিয়েছেন পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসার৷ পুলিশের এই আচরণেও অসন্তুষ্ট কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান৷ পুলিশের ওই ডিসিপি রীতিমতো তাঁদের হুমকি দিয়েছেন বলে চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছেন অপূর্ব চন্দ্র৷ যথারীতি এই চিঠির একটি কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লাকে পাঠিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান৷ এর পর রাজ্যের কী পদক্ষেপ হয়, সেটাই এখন দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নির্দেশ মানছেন না মুখ্যসচিব, হুমকি দিচ্ছে পুলিশ, অভিযোগ কেন্দ্রীয় দলের প্রধানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল