TRENDING:

WHO-এর গুরুত্বপূর্ণ পদে ভারতের স্বাস্থ্যমন্ত্রী, করোনা তদন্তের দাবির মধ্যেই নয়া দায়িত্ব করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রশ্নের মুখে

Last Updated:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদটি আঞ্চলিক গোষ্ঠীর সদস্য দেশগুলি এক বছরের জন্য পর্যায়ক্রমে পেয়ে থাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রশ্নের মুখে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা৷ চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সংস্থার প্রধানের বিরুদ্ধে৷ ৬২টি দেশের জোট বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে৷ এই পরিস্থিতির মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিতে চলেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ড-এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন তিনি৷
advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডে ৩৪ জন সদস্য রয়েছেন৷ জাপানের হিরোকি নাকাতিরার স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪টি দেশের সাধারণ সমিতির সভায় মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ভারতের মনোনীত প্রতিনিধির নামে সিলমোহর দেওয়া হয়৷ গত বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য দেশগুলি ঠিক করেছিল, তিন বছরের জন্য WHO-এর এক্সিকিউটিউ বোর্ডে ভারতকে নির্বাচিত করা হবে৷ এর পর হর্ষ বর্ধনের নির্বাচন একরকম নিশ্চিতই ছিল৷

advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদটি আঞ্চলিক গোষ্ঠীর সদস্য দেশগুলি এক বছরের জন্য পর্যায়ক্রমে পেয়ে থাকে৷ প্রথম বছরের জন্য এই পদ পাচ্ছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী৷

এই দায়িত্বভার অবশ্য পূর্ণ সময়ের জন্য নয়৷ বছরে দু' বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকের সভাপতিত্ব করতে হবে হর্ষ বর্ধনকে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলির সাধারণ বৈঠকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়, সেগুলি কার্যকর করা এবং তা রূপায়ণে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ভার থাকে এই এক্সিকিউটিভ বোর্ডের উপরে৷

advertisement

স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জন সদস্যকে নিয়ে এক্সিকিউটিভ বোর্ড গঠিত হয়৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলি এই প্রতিনিধিদের মনোনীত করে৷ তিন বছরের জন্য এই বিশেষ ক্ষমতা পায় সদস্য দেশগুলি৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলির ৭৩তম বৈঠকে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হর্ষ বর্ধন দাবি করেন, করোনা সংক্রমণ রুখতে সবরকম ব্যবস্থা নিয়েছে ভারত৷ আগামী দিনে করোনা মোকাবিলায় ভারত আরও ভাল কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

করোনা মহামারি প্রতিরোধ নিয়ে সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ভারত সহ ৬২টি দেশ করোনার সংক্রমণের উৎস সন্ধানে এবং রোগ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে তদন্তে সায় দিয়েছে৷ এই পরিস্থিতিতে সংস্থার গুরুত্বপূর্ণ পদে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচন নিঃসন্দেহে তাৎপর্য্যপূর্ণ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
WHO-এর গুরুত্বপূর্ণ পদে ভারতের স্বাস্থ্যমন্ত্রী, করোনা তদন্তের দাবির মধ্যেই নয়া দায়িত্ব করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রশ্নের মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল