TRENDING:

Covid in Bengal : "রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক" মোকাবিলায় 'জন আন্দোলন' গঠনের আবেদন রাজ্যপালের

Last Updated:

বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিনই নতুন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছিল প্রায় সাত হাজারের কাছাকাছি৷মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

advertisement

প্রসঙ্গত, গত কয়েক দিনে ভয়াবহ আকার নিয়েছে দেশের করোনা পরিস্থিতি৷ বৃহস্পতি ও শুক্রবার, পর পর দু’দিনের হিসাব বলছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে খোঁজ মিলেছে ২ লাখেরও বেশি করোনা রোগীর৷ পশ্চিমবঙ্গের অবস্থাও শোচনীয়৷ বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিনই নতুন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছিল প্রায় সাত হাজারের কাছাকাছি৷মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

advertisement

বিশেষজ্ঞদের মতে, নির্বাচন চলাতেই ক্রমশ খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি৷ রোড শো, মিটিং, মিছিলে করোনা বিধি শিকেয় উঠছে রাজ্যে৷ চিকিৎসকদের আশঙ্কা, ভোট মিটলে করোনার বাড়বাড়ন্ত সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে এ রাজ্যে৷ এই পরিস্থিতিতে শুক্রবারই সর্বদলীয় বৈঠকের ডাক দেয় রাজ্য নির্বাচন কমিশন৷ বাকি চার দফা ভোট, তিন দফার প্রচার কীভাবে করোনা বিধি মেনে কার্যকর করা যায়, বৈঠকে তা নিয়েই আলোচনা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচনের পর বাকি তিন দফা একদিনে সারার প্রস্তাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়৷ যদিও কমিশনের তেমন কোনও পরিকল্পনা নেই বলেই সূত্রের খবর৷ তবে জানা গিয়েছে সর্বদলীয় বৈঠকে ভার্চুয়াল প্রচারে সায় দেয়নি কোনও রাজনৈতিক দল। বিধি মেনে প্রচারে একসুর শোনা গিয়েছে সব দলের প্রতিনিধিদের মুখেই।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid in Bengal : "রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক" মোকাবিলায় 'জন আন্দোলন' গঠনের আবেদন রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল