গোএয়ার সংস্থার প্রধান কর্মকর্তা কৌশিক খোনা জানিয়েছেন, “প্রাণদায়ী কোভিড-১৯ এর ভ্যাকসিন পরিবহনের দায়িত্ব যে আমাদের দেওয়া হয়েছে, এতে আমরা খুবই খুশি। ভারতে টিকাকরণের ক্ষেত্রে এত বড় দায়িত্ব পেয়ে কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “এই ভ্যাকসিন পরিবহনের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যা বেশ জটিল। আশা করি ভ্যাকসিন পরিবহনে সব রকম সতর্কতা নিয়েই আমরা দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে পারব এই ভ্যাকসিন।”
advertisement
শুধু গোএয়ার নয়, ভ্যাকসিন ডেলিভারির কাজে সহায়তা করছে স্পাইসজেট সংস্থাও। আজ সকালে, কোভিশ্লিড ভ্যাকসিন নিয়ে স্পাইসজেটের একটি বিমান উড়েছে বেশ কয়েকটি শহরের উদ্দেশ্য। পুণে থেকে ভ্যাকসিন নিয়ে যাত্রা শুরু করে, এই সংস্থার বিমান দিল্লি পৌঁছেছে বেলা ১০টা নাগাদ। বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরি জানিয়েছেন, মোট চারটি বিমান সংস্থা ভ্যাকসিন ডেলিভারির কাজ করছে। আজ মঙ্গলবার, এই সংস্থাগুলির মোট ৯টি বিমানে ভ্যাকসিনের ৫৬.৫ লক্ষ ডোজ নিয়ে যাওয়া হয়েছে দেশের ১৩টি শহরের উদ্দেশ্যে।