TRENDING:

করোনার ওষুধের দাম অনেকটা কমিয়ে দিল গ্লেনমার্ক!‌ FabiFlu–এর দাম কমল ২৭%

Last Updated:

সংস্থার তরফ থেকে আরও দাবি করা হয়েছে, ‘‌আমরা বিশ্বের বাজারে Favipiravir–এর গোত্রের ওষুধের তুলনায় সবথেকে কম দামে সাধারণ মানুষের হাতে ওষুধ পৌঁছে দিচ্ছি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌নয়াদিল্লি:‌ FabiFlu নামে যে ওষুধটি করোনা মোকাবিলায় ব্যবহার করা হচ্ছিল, এক ধাক্কায় সেটির দাম কমিয়ে দেওয়া হল ২৭ শতাংশ। যাঁদের সামান্য থেকে সামান্যতর উপসর্গ রয়েছে কোভিডের, তাঁদের চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহার করা হচ্ছিল। দাম কমানোর ফলে ট্যাবলেট প্রতি এটির দাম দাঁড়াল ৭৫ টাকা।
advertisement

গ্লেনমার্ক গত মাসে এই ওষুধের দাম নির্ধারণ করে ১০৩ টাকা প্রতি ট্যাবলেট। একটি রেগুলেটরি ফাইলিং করার সময় গ্লেনমার্ক নতুন করে ঘোষণা করে, এই ওষুধের দাম ২৭ শতাংশ কমানো হচ্ছে। ট্যাবলেট প্রতি নতুন ওষুধের দাম হচ্ছে ৭৫ টাকা।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, উপাদানের সহজলভ্যতা ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধির কারণেই এই দাম কমানো সম্ভব হয়েছে। আর যেহেতু প্রাথমিক সব উপাদানই গ্লেনমার্কে তৈরি হয়, তাই আরও দাম কমেছে। আর সেই সুবিধা এখন পাবেন দেশের সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

সংস্থার তরফ থেকে আরও দাবি করা হয়েছে, ‘‌আমরা বিশ্বের বাজারে Favipiravir–এর গোত্রের ওষুধের তুলনায় সবথেকে কম দামে সাধারণ মানুষের হাতে ওষুধ পৌঁছে দিচ্ছি। অন্য যে সব দেশে এটি অনুমতিপ্রাপ্ত ওষুধ, সেসব দেশের তুলনায় ভারতে এর দাম অনেক কম। তাঁরা বলেছে, পোস্ট মার্কেটিং নজরদারির পর যে তথ্য উঠে আসবে, সেই তথ্যের ভিত্তিতে এই ওষুধের উপযোগিতা সম্পর্কে আরও বিস্তারিত বলা সম্ভব হবে। গত ২০ জুন গ্লেনমার্ক ঘোষণা করে, তাঁরা ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ফ্যাবি ফ্লু তৈরির অনুমতি পেয়েছে। এই গোত্রের ওষুধ করোনা আক্রান্তদের দেওয়া হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার ওষুধের দাম অনেকটা কমিয়ে দিল গ্লেনমার্ক!‌ FabiFlu–এর দাম কমল ২৭%
Open in App
হোম
খবর
ফটো
লোকাল