ইতিমধ্যেই কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে চার থেকে বেড়ে দাঁড়াল ৭ ৷ ইংল্যান্ড ফেরত বালিগঞ্জের যে তরুণ করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁর বাবা-মা ও বাড়ির পরিচারিকার শরীরেও মিলল COVID-19! ঠিক এই আশঙ্কাটাই করছিলেন বিশেষজ্ঞরা। কলকাতায় দ্বিতীয় আক্রান্ত ছিলেন ওই তরুণ। করোনা ভাইরাসের এই দাপট রুখতেই লকডাউন হতে চলেছে কলকাতা সহ রাজ্যের ২৩টি জেলা সদর ৷
advertisement
কলকাতা সহ রাজ্যের বাকি যে সব জায়গাতেও পুরোপুরি শাটডাউন পরিস্থিতি থাকবে তা হল,
উত্তর ২৪ পরগণা-সব পুর শহর ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ সল্টলেক, নিউটাউন
পুরো হাওড়া জেলা
পুরো হুগলি জেলা, অর্থাৎ জেলা শহর, চন্দনগনগর,কোন্নগর,আরামবাগ, শ্রীরামপুর
দক্ষিণ ২৪পরগণা-ডায়মন্ডহারবার,বজবজ, মহেশতলা,ক্যানিং, সোনারপুর, বারুইপুর,ভাঙড়
কোচবিহার –জেলা শহর
আলিপুরদুয়ার জেলা শহর
জয়গাঁও শহর
জলপাইগুড়ি-জেলা শহর
কালিম্পিং জেলা শহর
দার্জিলিং – দার্জিলিং, কার্শিয়াং
শিলিগুড়ি শহর
পুরো উত্তর দিনাজপুর জেলা
পুরো দক্ষিণ দিনাজপুর জেলা
মালদহ- গোটা জেলা
পুরো মুর্শিদাবাদ জেলা
পুরো নদিয়া জেলা
পশ্চিম বর্ধমান-পুরো জেলা
পূ্র্ব বর্ধমান- জেলা শহর, কালনা , কাটোয়া
বীরভূমের সব শহর
পশ্চিম মেদিনীপুর- জেলা শহর, খড়গপুর, ঘাটাল
পূর্ব মেদিনীপুর-জেলা শহর, হলদিয়া শহর, দিঘা শহর,কোলাঘাট শহর, কাঁথি শহর
পুরুলিয়া-জেলা শহর
বাঁকুড়া-জেলা শহর, বরজোড়া শহর, বিষ্ণুপুর শহর
ঝাড়গ্রাম-জেলা শহর
করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ২৩টি জেলা সদর বন্ধ রাখার সিদ্ধান্ত ৷ তবে ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা, পুর পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্যাব, চশমার দোকান ৷ চালু থাকবে পাউরুটি, দুধ ও জল সরবরাহ ৷ খোলা থাকবে রেশন দোকান, মুদির দোকান, ফল-মাংস-মাছ-সবজি বাজার ৷ খোলা থাকবে পেট্রোল পাম্প ৷ মিলবে রান্নার গ্যাস, বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরিষেবা, নিকাশি পরিষেবা ৷ স্বাস্থ্য সেবা, পুলিশ ও সেনা লকডাউনের আওতার বাইরে ৷ এমনকী টেলিকম, ব্যাঙ্ক, এটিএম পরিষেবা এবং ই-কর্মাস পরিষেবা লকডাউনের আওতার বাইরে ৷ খাবারের হোম ডেলিভারিও লকডাউনের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ৷
সোমবার বিকেল চারটে থেকে পাঁচদিন লকডাউন কলকাতা সহ ২৩ জেলা সদর ৷ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, আগামী পাঁচদিন কোনও গণপরিবহন অর্থাৎ বাস, ট্যাক্সি, অটো চলবে না ৷ সাতজনের বেশি কোনও জমায়েত চলবে না ৷ খুব প্রয়োজনীয় দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরতে পরামর্শ রাজ্য সরকারের ৷ বন্ধ রাখতে হবে সমস্ত দোকান, অফিস, কলকারখানা,ওয়ার্কশপ ৷ নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার ৷ বার বার এই কয়েকদিন সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়েছে ৷