প্রসঙ্গত, গতকালই দিল্লিতে করোনার সংক্রমণ রুখতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কেজরিওয়াল সরকার ৷ তা সত্ত্বেও যে করোনার এই নতুন ঢেউ আটকানো সম্ভব নয়, তা বুঝতে পারছেন কেজরিওয়াল ৷ আর তাই আবারও করোনার সংক্রমণ রুখতে টিকাকরণের বয়সসীমা তুলে দেওয়ার আবেদন জানালেন তিনি ৷ কেন্দ্র সরকারের কাছে তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন দিল্লিতে ৷ যা খুবই দুঃশ্চিন্তার বিষয় ৷ আর তাই করোনার সংক্রমণের এই সাইকেলকে ভাঙতে ৪৫ বছরের নিচের ব্যক্তিদেরও ভ্যাকসিন দেওয়া শুরু করতে হবে যত দ্রুত সম্ভব।
advertisement
টিকাকরণ নিয়ে কেজরিওয়াল বলেন, ‘‘আমি একাধিকবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছি যে করোনার টিকাকরণের বয়সসীমা তুলে দেওয়া হোক ৷ দিল্লি সরকার সবার বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করাতে প্রস্তুত রয়েছে ৷’’ দিল্লির ৬৫ শতাংশ মানুষের বয়স ৪৫ বছরের নিচে বলে জানান তিনি৷ পাশাপাশি আবারও লকডাউন করার পক্ষপাতি নন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি সাফ জানিয়েছেন, দিল্লির সরকার আবারও লকডাউন করতে চায় না ৷ তবে, কিছু নিয়ম লাগু করা হয়েছে করোনার এই সংক্রমণকে আটকাতে ৷ তাই তিনি সবার কাছে সেই নিয়মবিধিগুলি মানতে আবেদন জানিয়েছেন।