করোনা পর্বে তথ্য প্রযুক্তিতে যারা অন্য রাজ্যে কাজ করত কিন্তু বাংলায় ফিরে এসছেন এবং কাজ খুঁজছেন, তাদের তথ্য প্রযুক্তি কোম্পানি গুলিতে কাজের সুবিধা করে দিতে ওয়েব পোর্টাল লঞ্চ করেছে নবান্ন। এ কথা ট্যুইটে নিজেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মিত্রের দাবি সময়ের সঙ্গে সঙ্গে ভিজিটর এবং রেজিস্ট্রারের সংখ্যা আরও বাড়বে এবং অনেকেই কাজের সন্ধান পাবেন ৷ এককথায় এটিকে এক ঠিকানায় সমস্ত তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রের চাকরির ব্যাঙ্ক বলা যেতে পারে।এককথায় এটিকে এক ঠিকানায় সমস্ত তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রের চাকরির ব্যাঙ্ক বলা যেতে পারে।
advertisement
এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজ আমরা কর্মভূমি পোর্টালের সূচনা করছি। যাঁরা করোনা আতঙ্কের কারণে রাজ্যে ফিরে এসেছেন এবং চাকরি বদল করার কথা ভাবছেন, তাঁরা এই কর্মভূমি পোর্টালের মাধ্যমে রাজ্যের তথ্য ও প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই ওয়েবসাইটি হল, http://karmabhumi.nltr.org। সবাইকে শুভেচ্ছা জানাই।’
Sourav Guha