বাংলাদেশের সংবাদপত্র কালের কন্ঠের খবর অনুযায়ী এদিন রাতেই ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মকবুল হোসেন ৷ করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই সে দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ত্রাণ বিলি করেছেন ৷ সেখান থেকেই তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত হন বলে অনুমান চিকিৎসকদের ৷ গত ১৪ মে পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করেছেন ৷ মকবুল হোসেনের স্ত্রী-ও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷
advertisement
Location :
First Published :
May 24, 2020 11:21 PM IST
