TRENDING:

Soli Sorabjee Death : কোভিডে প্রয়াত প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি, বয়স হয়েছিল ৯১

Last Updated:

বর্ষীয়ান আইনজীবী ও পদ্মবিভূষণ প্রাপ্ত সোরাবজি (Soli Sorabjee ) দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তিনি মারা যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোলি সোরাবজির জীবনাবসান 
Photo-File Photo
সোলি সোরাবজির জীবনাবসান Photo-File Photo
advertisement

১৯৩০ সালে মুম্বইয়ে জন্ম সোলি জাহাঙ্গির সোরাবজির ৷ ১৯৫৩ সালে বম্বে হাইকোর্টে তিনি আইনের প্র্যাকটিস শুরু করেন ৷ ১৯৭১ সালে সুপ্রিম কোর্ট তাঁকে শীর্ষ আইনজীবীর পদ দেয়৷ সোরাবজি প্রথমবার অ্যাটর্নি জেনারেল হন ১৯৮৯ সালে৷ ফের ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ওই পদে অভিষিক্ত ছিলেন ৷

মানবাধিকার রক্ষার লড়াইয়ে একনিষ্ঠ আইনজীবী সোরাবজি ১৯৯৭ সালে নাইজেরিয়ার জন্য রাষ্ট্রসংঘের স্পেশ্যাল রাপোর্টিয়ার হিসেবে নিযুক্ত হন৷ তাঁর বিরাট কর্মজীবনে রাষ্ট্রসংঘের সাব-কমিশন অন প্রোমোশন অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটসে যোগ দেন সোলি সোরাবজি ৷ ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি সেখানে চেয়ারম্যান পদে ছিলেন ৷

advertisement

রাষ্ট্রসংঘের সংখ্যালঘুদের সুরক্ষা ও বৈষম্যরোধ সংক্রান্ত সাব-কমিশনেরও সদস্য ছিলেন পদ্মবিভূষণ প্রাপ্ত সোরাবজি ৷ এখানেই শেষ নয়, ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত হেগ-এ রাষ্ট্রসংঘের বিশ্ব আদালতের সদস্য ছিলেন সোরাবজি ৷ ২০০২ সালে তিনি দেশের সংবিধানের কাজ নিয়ে পর্যালোচনার জন্য গঠিত কমিশনের সদস্য ছিলেন তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুপ্রিম কোর্টের নানা ঐতিহাসিক মামলার সঙ্গে জড়িত ছিলেন সোলি সোরাবজি ৷ তিনি বাক্-স্বাধীনতা, রাজ্যে পুলিশের ক্ষমতাকে সীমিত করা এবং প্রধানমন্ত্রী ও রাজ্যপালের অত্যধিক ক্ষমতার পরিবর্তে প্রাণবন্ত গণতন্ত্রের পক্ষে সওয়াল করেছেন ৷ জ্যাজ়ের প্রতি তাঁর ভালোবাসাও ছিল সর্বজনবিদিত ৷ দেশের এই গর্বের মানুষটির জন্য আমাদের তরফেও রইল শ্রদ্ধা ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Soli Sorabjee Death : কোভিডে প্রয়াত প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি, বয়স হয়েছিল ৯১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল