TRENDING:

করোনা আক্রান্তের সিসিইউতে বেড পেতে ঘুষের দাবি! মেডিক্যাল কলেজে দালালচক্রের শিকার রোগী পরিবার

Last Updated:

খাস কলকাতার বুকে সরকারি হাসপাতালে সংকটাপন্ন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় টাকা চাইছে অসাধু দালালচক্র !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খাস কলকাতার বুকে সরকারি হাসপাতালে সংকটাপন্ন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় টাকা চাইছে অসাধু দালালচক্র ! সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেড পেতে দাবি করছে ১২,০০০ টাকা ! এখানেই শেষ নয় । অভিযোগ, সংবাদমাধ্যমকে জানালে রোগীকে পরিষেবা না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে দিনে-দুপুরে ।
advertisement

দক্ষিণ ২৪ পরগনা কুলতলী বাসিন্দা বছর ৬৫-র এক বৃদ্ধা সম্প্রতি জ্বর শ্বাসকষ্ট-সহ নানাবিধ উপসর্গে আক্রান্ত হন । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবার । আর এরপরই দালালচক্রের খপ্পরে পড়েন তাঁরা । রোগীর পরিবারের অভিযোগ , মেডিক্যাল কলেজে নিয়ে আসার পরই জরুরি বিভাগের চিকিৎসকরা ওই বৃদ্ধার শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তির সুপারিশ করেন । তাঁর টিকিটে পরিষ্কার লিখে দেওয়া হয় গ্রিন বিল্ডিং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যেন অবিলম্বে বৃদ্ধাকে ভর্তি করা হয় । সেইমতো তাঁকে নিয়ে পরিবারের সদস্যরা গ্রিন বিল্ডিং-এ পৌঁছন । এর পরের অভিজ্ঞতা মারাত্মক ।

advertisement

বৃদ্ধার পরিবারের দাবি, এদিন তাঁরা রোগীকে নিয়ে গ্রিন বিল্ডিংয়ে পৌঁছনোর পর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ওয়ার্ডবয়রা সাফ জানিয়ে দেন, সেখানে কোনও জায়গা খালি নেই । তাই রোগী ভর্তি নেওয়া যাবে না । এরপর বৃদ্ধার ছেলে তাঁদের জানান,  হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরাই সিসিইউ-তে ভর্তির জন্য কাগজে লিখে দিয়েছেন । কিন্তু তাতেও নাকি কোনও হেলদোল ছিল না চুক্তিভিত্তিক ওয়ার্ড বয়দের । তাঁরা তাঁদের দাবিতে অনড় ছিলেন । জানান, সিসিইউতে কোনও বেড খালি নেই । আর একান্তই রোগী ভর্তি করতে হলে নগদ ১২০০০ টাকা দিতে হবে ।

advertisement

সামান্য চাষের জমিতে চাষ করে সংসার চলে বৃদ্ধার পরিবারের । তাই এত টাকা দেওয়ার সামর্থ্য নেই । ফলে ওয়ার্ডবয়দের হাতে-পায়ে ধরে কাকুতি-মিনতি করে রফা হয় শেষমেষ পাঁচ হাজারে । কোনওরকমে সেই টাকা দিয়ে বৃদ্ধাকে সিসিইউ'তে ভর্তি করা হয় । এই খবর জানতে পারে NEWS 18 বাংলা । শুরু হয় খোঁজ ।

advertisement

সোমবার NEWS 18 বাংলার অন্তর্তদন্ত উঠে আসে আসল সত্যি । বৃদ্ধার পরিবারের এক সদস্য জানিয়েছেন, টাকা না দিলে পরিষেবা না দেওয়ার হুমকি দেওয়া তাঁদের । তবে একটা নয় , করোনা হাসপাতাল মেডিক্যাল কলেজে এ ধরনের একাধিক অভিযোগ উঠছে । তবে রোগীদের পরিবারগুলি জানাচ্ছে , হাসপাতালের চিকিৎসক , নার্সদের ব্যবহার এবং তাঁদের চিকিৎসার মানসিকতা প্রশংসনীয় ।

advertisement

এ প্রসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার চিকিৎসক ইন্দ্রনীল বিশ্বাস জানান , যদি এমনটা হয়ে থাকে তাহলে সেটা ভীষণ অন্যায় এবং অনৈতিক । যাঁরা টাকা দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করছেন তাঁরা লিখিতভাবে আমার কাছে অভিযোগ জানান । ঘটনার সত্যতা প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেব । সম্প্রতি করোনা হাসপাতাল হওয়ার জন্য বেশকিছু চুক্তিভিত্তিক ছেলেমেয়ে নিয়োগ করা হয়েছে । তাদেরই কেউ এই ধরনের অনৈতিক কাজ করছেন কিনা তা আমরা খতিয়ে দেখছি ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

AVIJIT CHANDA

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্তের সিসিইউতে বেড পেতে ঘুষের দাবি! মেডিক্যাল কলেজে দালালচক্রের শিকার রোগী পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল