আনলক ২.০ পর্বের নতুন সরকারি নিয়মবিধি জারি হবে এমনটাই জানিয়েছন আধিকারিকরা ৷ তাঁরা জানিয়েছেন দ্বিতীয়পর্বের আনলকের নতুন করে নিয়মবিধি তৈরি করার কাজ চলছে ৷ আন্তর্জাতিক বিমান পরিষেবার বেশ কিছু লাইন ভেবেচিন্তে খোলার সম্ভবনা যেখানে উজ্জ্বল তেমনিই মেট্রো পরিষেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে এমনটাই ইঙ্গিত আধিকারিকদের ৷
বড় শহরগুলিতে যেহেতু সংক্রমণের মাত্রা প্রবল তাই এই মুহূর্তে মেট্রো পরিষেবা চালু করার বিষয় নিয়ে ভাবছে ৷ দিল্লিতে করোনা সংক্রমণ প্রবল, চেন্নাইতে দ্বিতীয় পর্বে লকডাউন করা হয়েছে এই অবস্থায় বেঙ্গালুরুতেও এলাকাভিত্তিক লকডাউন জারি রয়েছে ৷ এই অবস্থায় মেট্রো -র মতো গণপরিবহন ব্যবস্থা খুলে দেওয়া উপযুক্ত হবে কিনা তা জানা নেই ৷
advertisement
করোনা ভাইরাসের তীব্রতা এতটাই বেড়েছে যে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন ৷ কর্ণাটক সরকার ছাড়া অধিকাংশ রাজ্য সরকার নিজের নিজের বোর্ড পরীক্ষা রদ করে দিয়েছে ৷ আনলক ১ পর্বে যে স্কুল কলেজ কোনওভাবেই খোলা হবে না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অভিভাবকদের থেকে প্রস্তাব নেওয়ার পর ৷
তবে সীমিত কিছু রুটে ফের আন্তর্জাতিক উড়ান ভরার পক্ষে ভাবনাচিিন্তা চালাচ্ছে ভারত সরকার ৷