তবে এই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছেন না পরিচালক ফারহা খান ৷ তাঁর কথায়, এসব করার এটা সময় নয় ৷ আর যদিও বা করেন, তাহলে প্লিজ ভিডিও শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়ায় ৷
সম্প্রতি ফারহা খান তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এমনই এক ভিডিও আপলোড করেছেন ৷ যেখানে তিনি বলিউডের সমস্ত সেলিব্রিটিদের অনুরোধ করে বলেছেন, ‘বিপদের মুখে বিশ্ব, গোটা দেশ ৷ এই সময় স্টারেরা, সেলিব্রিটিরা নিজেদের জিমের ভিডিও শেয়ার করছেন৷ সত্যিই কী এখন এটা করার সময় ৷ প্লিজ এটা বন্ধ করুন ৷ না হলে আমি আপনাদের ফলো করা বন্ধ করব !’
advertisement
দেখুন ফারহার সেই ভিডিও----
Location :
First Published :
March 26, 2020 3:25 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘চরম বিপদের মুখে বিশ্ব আর আপনারা জিম করছেন?’ সেলেবদের একহাত নিলেন ফারহা !