স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২ জুন, বুধবার, মালয়েশিয়ায় করোনার কারণে (Malaysia COVID19 dead) রেকর্ড ১২৬ জনের মৃত্যু হয়েছে৷ গত বছর মহামারী শুরুর পর এটি সর্বোচ্চ মৃত্যু৷ এ বছরের শুরুতে ২৯ শে মে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি করোনার মৃত্যুর সংখ্যা ছিল ৯৮ টি। মালয়েশিয়ায় বাড়তে থাকা করোনা সংক্রমণ ও মৃত্যুতে ১ জুন মঙ্গলবার থেকে লকডাউন (Malaysia Lockdown)আরোপ করা হয়েছিল।
advertisement
বুধবার, করোনার কারণে যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে ১২৩ জন ছিলেন মালয়েশিয়ার নাগরিক, বাকি তিনজন বিদেশি। এখনও পর্যন্ত মালয়েশিয়ায় করোনায় ২ হাজার ৯৯৩ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
বুধবার মালয়েশিয়ায় ৭ হাজার ৭০৩জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন৷ এ পর্যন্ত দেশে করোনায় মোট ৫ লাখ ৮৭ হাজার ১৬৫ জন আক্রান্ত হয়েছেন। মালয়েশিয়ায় বর্তমানে করোনার ৮২ হাজার ২৭৪ জন সক্রিয় করোনা সংক্রমিত রয়েছেন।
মালয়েশিয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে যে এ পর্যন্ত ৮২ হাজার ৩৪১ জন নবজাতক শিকার হয়েছে। সংক্রামিত শিশুদের মধ্যে ১৯ হাজার ৮৫১ জন বয়স ৪ বছর বা তার চেয়ে কম, অন্যদিকে ৮ হাজার ২৩৭টি শিশুর বয়স ৫ থেকে ৬ সালের মধ্যে৷