TRENDING:

Coronavirus: মহিলা যাত্রীর কাশি, বাস নিয়ে হাসপাতালে চালক, নাটক আইডি-তে

Last Updated:

এ দিন সকাল ন' টার আগেই ওই সন্দেহভাজন মহিলাযাত্রীকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস বেলেঘাটা আইডি হাসপাতালে ঢুকে পড়ে৷ বাসটি বরাকর থেকে ধর্মতলা আসছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাসযাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত৷ তাই সরাসরি সরকারি বাস নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে চলে এলেন চালক৷ কিন্তু বাস থেকে নেমে হাসপাতালে পরীক্ষা করাতেই নারাজ মহিলা৷ চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা এসে হাতজোড় করে অনুরোধ করলেও বাস থেকে নামতে রাজি হননি তিনি৷ হাসপাতাল চত্বরে বাসের মধ্যেই ঠায় বসে থাকেন তিনি৷ শেষ পর্যন্ত প্রায় আট ঘণ্টা পর অনেক বুঝিয়ে ওই মহিলাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
advertisement

এ দিন সকাল ন' টার আগেই ওই সন্দেহভাজন মহিলাযাত্রীকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস বেলেঘাটা আইডি হাসপাতালে ঢুকে পড়ে৷ বাসটি বরাকর থেকে ধর্মতলা আসছিল৷ বাস চালক জানিয়েছেন, এ দিন ভোর চারটে নাগাদ বরাকর থেকে কলকাতাগামী বাসটিতে ওই মহিলা যাত্রী ওঠেন৷ বাসচালক জানান, বিশেষ ওই সরকারি বাসটিতে ওই যাত্রীকে নিয়ে কলকাতায় নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসন থেকেই তাঁকে নির্দেশ দিয়েছিল৷ ওই মহিলার বাড়ি কলকাতার বেহালায় বলে দাবি চালকের৷ তিনি লখনউতে নিজের কর্মস্থল থেকে ফিরছিলেন৷

advertisement

অভিযোগ, বাসে ওঠার পর থেকেই ওই মহিলা কাশছিলেন৷ তা দেখেই সন্দেহ হয় চালকের৷ এর পর কলকাতার ধর্মতলায় পৌঁছনোর পরেই বাসচালক পুলিশকে ওই মহিলার কথা জানান৷ এর পরেই পুলিশের পরামর্শ অনুযায়ী ওই বাস নিয়ে চালক সোজা বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে চলে আসেন৷ কিন্তু এর পরেই বিপত্তির সূত্রপাত৷

হাসপাতালে পৌঁছেও ওই মহিলা কোনওরকম পরীক্ষা করাতে রাজি হননি৷ এর পর হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এসে ওই মহিলাকে স্বাস্থ্যপরীক্ষা করানোর অনুরোধ করেন৷ তাতেও ওই মহিলাকে রাজি করানো যায়নি৷ তাঁর দাবি ছিল, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন৷ যদিও নিজের দাবির স্বপক্ষে কোনও চিকিৎসকের সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি৷ এর পর ঠায় বাসেই বসে থাকেন ওই মহিলাযাত্রী৷ সেই অবস্থাতেই হাসপাতালের মধ্যে বাসটিকে জীবাণমুক্ত করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই পরিস্থিতিতে বাসটিকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়৷ কিন্তু আর ওই মহিলাকে নিয়ে বাসে চালিয়ে নিয়ে যেতে রাজি হননি বাসচালক৷ শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ অপেক্ষার পর ওই মহিলা এম আর বাঙুর হাসপাতালে যেতে রাজি হন৷ বাস থেকে নামিয়ে অবশেষে অ্যাম্বুল্যান্সে করে ওই যাত্রীকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus: মহিলা যাত্রীর কাশি, বাস নিয়ে হাসপাতালে চালক, নাটক আইডি-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল