ডাক্তার বা হাসপাতালের অন্যান্য কর্মীদের অবস্থা এখন ঠিক তেমনই ৷ সকাল থেকে রাত মাস্ক, পিপিই, গ্লাভস, ফেস শিল্ড পরে রোগীদের সেবাতেই তাঁদের কেটে যায় ৷ নিজেদের জন্য একটু সময় বের করাটাই তাঁদের পক্ষে কঠিন কাজ ৷ কিন্তু এর মধ্যেই কী ভাবে নিজেদের এবং রোগীদের হাসিখুশি রাখার চেষ্টা করছেন স্বাস্থ্যকর্মীরা, তা সম্প্রতি দেখা গেল একটি ভিডিওতে ৷ সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল ভিডিওটি ৷ সেখানে দেখা যাচ্ছে পিপিই পরেই এক ইএনটি সার্জন ডান্স করছেন ৷
advertisement
নিখুঁত স্টেপস, অসামান্য ফিটনেস ৷ যেন হৃতিক রোশন ! সত্যি একঝলক দেখলে মনে হবে হৃতিক রোশন নিজেই পিপিই পোশাক পরে নাচছেন ৷ কিন্ত ভিডিওতে নাচতে দেখা ব্যক্তির পরিচয় হল তিনি অসমের শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক অরূপ সেনাপতি ৷ ইএনটি সার্জেন তিনি ৷ কোভিড রোগীদের মন ভাল রাখতেই তাঁদের সামনে এই ডান্স পারফরম্যান্স করে দেখান ডাঃ সেনাপতি ৷ এমন ‘ডিস্কো ডান্সার’ চিকিৎসককে দেখে সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷