বিশ্বজুড়ে চলছে নিরন্তর গবেষণা। করোনা ভাইরাস নিধনে এখনও আবিষ্কার হয়নি কোনও ওষুধ। আমেরিকা, চিন, জার্মানি, ইংল্যান্ডের মতো তাবড় তাবড় দেশ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য নিরন্তর কাজ করে চলেছে। এই সংকটের মাঝে কেন্দ্রের আয়ুষ মন্ত্রক, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য কিছু দাওয়াইয়ের পরামর্শ দিয়েছে। মন্ত্রকের পরামর্শ, হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ খেলে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে ৷ ওষুধটি পরপর ৩ দিন খালি পেটে দিনে একবার খেতে হবে ৷ সকালে খালি পেটে কয়েক ফোঁটা ওষুধ বা কয়েকটি বড়ি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ একমাস পর একই নিয়মে আবার খেতে হবে এই ওষুধ ৷
advertisement
আয়ুষ মন্ত্রকের অ্যাডভাইজারিতে আরও বলা হয়েছে...ফুসফুসের যে কোনও ধরনের সংক্রমণ ঠেকাতে এই ওষুধ ব্যবহার করা হয় ৷
করোনা ভাইরাস যেহেতু ফুসফুসে আক্রমণ করে, তাই এই ওষুধ খেলে ভাল ফল মিলতে পারে বলে আশাবাদী মন্ত্রক। আয়ুষের পরামর্শ মিলতেই হোমিওপ্যাথি দোকানে ভিড়। আর্সেনিকাম অ্যালবাম ৩০ কিনতে প্রায় হুড়োহুড়ি। প্রতিদিন শতাধিক ওষুধ বিক্রি হচ্ছে।
এই ওষুধ এখন অনেক চিকিৎসকই প্রেসক্রাইব করছেন। চিকিৎসকদের মতে, আর্সেনিকাম অ্যালবাম ছাড়াও হোমিওপ্যাথিতে আরও ওষুধ আছে, যা করোনা মোকাবিলায় কার্যকরী হয়ে উঠতে পারে। ভাইরাস নিধন নয়, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা যায়। সেই জীবনী শক্তির জোরেই করোনার সঙ্গে লড়াই করে জয় ছিনিয়ে আনা....৷