শুক্রবার দিল্লির বিপর্যয় মোকাবিলা আধিকারিকেরা জরুরি বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) আগেই জানিয়েছিলেন যে, সমস্ত স্কুল খোলার ব্যাপারে পদক্ষেপ করতে চায় সরকার। তবে সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পরই চরম সিদ্ধান্ত নেওয়া হবে। কেজরিওয়াল বলেছেন, 'স্কুল পুনরায় খোলার ব্যাপারে রাজ্যের বিভিন্ন মানুষের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।'
advertisement
গত ৬ অগস্ট লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল সরকারি আধিকারিকদের একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে স্কুল পুনরায় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। দেশের বিভিন্ন রাজ্যে জুলাই-অগস্ট থেকেই স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার তোড়জোর শুরু হয়েছিল। তবে বিশেষজ্ঞ কমিটি দিল্লির স্কুল খোলার বিষয়ে আরও খানিকটা সময় নেওয়ার উপদেশ দিয়েছিল। সেক্ষেত্রে সেপ্টেম্বরে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দেওয়া হয়েছিল। বড় ক্লাসের পড়ুয়াদের আগে স্কুল শুরুর কথা বলা হয়। তারপর মাঝারি এবং তারপর ছোট ক্লাস খোলার সিদ্ধান্ত হয়েছিল।
একই সঙ্গে কমিটির পরামর্শ, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করতে হবে। গত ফেব্রুয়ারিতেও একবার স্কুল খোলা হয়েছিল দিল্লিতে। কিন্তু তার পরই ফের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পরায় স্কুল বন্ধ করতে হয়। সেই থেকে অনলাইনেই ক্লাস চলছে পড়ুয়াদের। তবে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই ফের একবার সমস্ত বিধি মেনে স্কুল খুলতে চলেছে রাজধানী।