সম্প্রতি যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে উদ্বিগ্ন দশের সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত (Covid 19 Positive Cases) হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের (Active Corona Patient in India) সংখ্যার ভিত্তিতে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এমনকি ফের আক্রান্তের সংখ্যার ভিত্তিতে ব্রাজিলকে (Brazil) ছাপিয়ে গিয়েছে দেশ। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ২৫ হাজার ১৫৩ জন।তার অপরে দেশের একাধিক জায়গায় করোনা টিকার ঘাটতি দেখা দিতে শুরু করেছিল। সব মিলিয়ে যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি। সেই মুহূর্তে দাঁড়িয়ে 'স্পুটনিক ভি' প্রয়োগের ছাড়পত্র মেলায় কিছুটা হলেও যে স্বস্তি ফিরবে, তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
প্রসঙ্গত, এই টিকা ব্যবহারে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন চেয়ে গত সপ্তাহেই আর্জি জানিয়েছিল হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ড. রেড্ডির ল্যাবরেটরি৷ রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে পার্টনারশিপে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভারতে স্পুটনিক-ভি-র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ড. রেড্ডির ল্যাবরেটরি৷ স্পুটনিক-ভি-এর ওয়েবসাইট থেকে জানা যায়, ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুসে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে রাশিয়ার টিকার৷ এটি এখনও পর্যন্ত ৯১.৬ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে৷ এই টিকা তুলনায় অনেক সস্তা বলেও জানা গিয়েছে ৷ আর তাদের দাবি, ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এটি মজুত করা যায়৷ ফলে এই টিকার সংরক্ষণ তুলনামূলকভাবে অনেকটাই সহজ ও কম ব্যয় সাপেক্ষ