এদিকে দেশে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবার৷ ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস পরিষ্কার করে এক মারাত্মক সত্যি সামনে এনেছেন৷ তিনি জানিয়েছেন যতক্ষণ না তাঁর স্বামী বাড়ি ফিরছেন ততক্ষণ শান্তিতে ছিলেন না৷ ওয়ার্নারের স্ত্রী৷ অস্ট্রেলিয়ার একটি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানিয়েছেন ভারতে করোনা কালে তৈরি হওয়া পরিস্থিতি তিনি শুরুতেই বুঝে গিয়েছিলেন৷ তাঁর মেয়েরাও সেটা বুঝতে পেরে গিয়েছিল এবং বাবাকে নিয়ে নানা প্রশ্ন করত৷
advertisement
ক্যান্ডিস ওয়ার্নার (Candice Warner)দ্য মর্নিং শ্যো-তে কথা বলার সময় জানিয়েছেন সেই সময়টা খুবই কঠিন ছিল৷ আমার মেয়েরা বুঝতে পারছিল৷ এখন তাঁরা বড় হয়ে গেছে তারা সবকিছু বুঝতে ও অনুভব করতে পারে৷ খবরে নিয়মিত সেই সব খবর আসছিল৷ তারা বাবা ডেভিড ওয়ার্নারকে নিয়ে প্রশ্ন করছিল৷ আমাদের জন্য সে সময় খুব খারাপ ছিল৷
ক্যান্ডিস আরও বলেছেন, ডেভিড ওয়ার্নার নিজের সন্তানদের খুব কাছের৷ তাদের হাসাতে থাকেন, ওদের সঙ্গে খেলেন৷ তার মেয়েরা বাবা-র জন্য অপেক্ষা করছিল৷ অস্ট্রেলিয়াতে ফেরার পরেও সিডনিতে ১৪ দিনের আইসোলেশনে কাটিয়েছিলেন ওয়ার্নার৷
আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করেছিল বিসিসিআই৷ সমস্ত ক্রিকেটাররাই মালদ্বীপ হয়ে দেশে ফেরেন৷
ডেভিড ওয়ার্নার আইপিএলে একেবারেই ভালো খেলেননি৷ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বও ছেড়ে দিতে হয় তাকে৷ তার ব্যাট-বল হাতে পারফরম্যান্স খুব খারাপ ছিল৷ পাশাপাশি অধিনায়কত্ব নিয়েও উঠেছিল প্রশ্ন৷ তাঁর হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় কেন উইলিয়ামসনের হাতে৷ তবে দেশে সাবধানে ফিরে গেছেন তিনি৷
