বিশ্বে এমন ক’জন রাষ্ট্রনেতা আছেন, তা হয়ত হাতে গুনে বলা যাবে। তাঁর তো এভাবে বারবার বিয়ে পিছিয়ে দেওয়ার নজির তো সত্যিই কারওর নেই। বিয়ে পিছিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী ফ্রেডরিকসন প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘মানুষটাকে বিয়ে করতে আমি বড় উতলা। কিন্তু কিছুতেই সুসময় আসছে না। আবারও একটা বড় বৈঠক এল। সেখানে দেশের হয়ে মিটিং করতে হবে। তাই পিছিয়ে দিতে হল বিয়ে।’
advertisement
১৭–১৮ তারিখে ইউরোপিয়ান কাউন্সিলের মিটিং রয়েছে ব্রাসেলসে। সেই সময়েই বিয়ের কথা ছিল ফ্রেডরিকসনের।
Location :
First Published :
June 26, 2020 6:11 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আগে দেশ, পরে বিয়ে! তৃতীয়বারও বিয়ে পিছিয়ে দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী