দেশের এই কঠিন সময় সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট সংস্থা ৷ যার মধ্যে রয়েছে ডাবর গ্রুপও ৷ করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে ১১ কোটি টাকা দান করার পাশাপাশি সংস্থার তরফে একটি ‘Dabur Care Fund for Covid-19’ তহবিলও গড়ে তোলা হয়েছে ৷ সবমিলিয়ে করোনা মোকাবিলায় ২১ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে সংস্থা ৷ ডাবর ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান অমিত বর্মন বলেন, ‘‘ এই খারাপ সময় দেশের মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা আমরা বুঝি ৷ সংস্থার পার্টনার এবং গ্রাহকদের সাহায্য করতে ডাবর গ্রুপ বদ্ধপরিকর ৷ কোভিড-১৯-এর মোকাবিলায় সবরকম সাহায্যেই আমরা প্রস্তুত ৷ ’’
advertisement
Location :
First Published :
April 10, 2020 3:31 PM IST