জানা গিয়েছে যে করোনা পজিটিভ রোগীর চোখের জল নিয়ে এই সমীক্ষাটি পরিচালিত হয়েছিল পঞ্জাবের অমৃতসরের এক সরকারি মেডিক্যাল কলেজে। সেখানে গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল ১২০ জন করোনা পজিটিভ রোগীকে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই বিষয়ে জরুরি তথ্য তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদনের বক্তব্য- গবেষণার অন্তর্গত ১২০ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে ৬০ জনের ক্ষেত্রে চোখের জলের মাধ্যমে অন্যদের সংক্রমিত হওয়ার ঘটনা চোখে পড়েছে, বাকি ৬০ জনের ক্ষেত্রে তা আবার ধরা পড়েনি। এই ১২০ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে ৪১ জনের ক্ষেত্রে কনজাক্টিভাল হাইপারমিয়া, ৩৮ জনের ক্ষেত্রে ফলিকুলার রিয়্যাকশন, ৩৫ জনের ক্ষেত্রে কেমোসিস, ২০ জনের ক্ষেত্রে মিউকয়েড ডিসচার্জ এবং ১১ জনের ক্ষেত্রে চোখে চুলকানির মতো সমস্যার অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। সমীক্ষায় অন্তর্ভুক্ত করোনা পজিটিভ রোগীদের মধ্যে ৩৭ শতাংশের ক্ষেত্রে কোভিড ১৯-এর মাঝারি উপসর্গ চোখে পড়লেও বাকি ৬৩ শতাংশ গুরুতর উপসর্গে আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজের এই সমীক্ষায় আরও জানা গিয়েছে যে গবেষণার অন্তর্ভুক্ত এই ১২০ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে ১৭.৫ শতাংশের চোখের RT-PCR টেস্ট করা হয়েছিল, এঁরা সবাই কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছিল। এঁদের মধ্যে আবার ১১ জনের চোখের অসুখের উপসর্গ দেখা গেলেও ১০ জন ছিলেন উপসর্গহীন। সব মিলিয়ে অমৃতসরের মেডিক্যাল কলেজের গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে করোনা পজিটিভ রোগীর চোখের জল থেকেও অন্যেরা সংক্রমিত হতে পারেন। যদিও এই ভাইরাস সংক্রমণের মূল মাধ্যম যে শ্বাস-প্রশ্বাস, সেটাও তাঁরা উল্লেখ করতে ভোলেননি।
