বিশেষজ্ঞদের মতে, শিশুদের টিকাকরণ শুরু হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙা যেমন সহজ হবে, একই সঙ্গে দেশজুড়ে স্কুল খোলার প্রক্রিয়াও অনেকটাই এগিয়ে যাবে৷ এ মাসের শুরুতেই করোনার টিকাকরণের গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান এন কে অরোরা দাবি করেছিলেন, শিশুদের জন্য জাইডাসের টিকা ব্যবহার করে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের কাজ সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে৷
advertisement
এই মুহূর্তে শিশুদের জন্য দু'টি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে দেশে৷ সেগুলি হল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং জাইডাস ক্যাডিলার তৈরি শিশুদের জন্য টিকা৷ শিশুদের জন্য কোভ্যাক্সিনের যে ট্রায়াল চলছে, তার চূড়ান্ত ফলাফল সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন এইমস-এর ডিরেক্টর রত্নদীপ গুলেরিয়া৷ আর জাইডাসের ভ্যাকসিনের ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে খবর৷ এখন তারা জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদনের অপেক্ষা করছে৷
এখনও পর্যন্ত দেশে প্রায় ৪৪ কোটি করোনার টিকার ডোজ মানুষকে দেওয়া হয়েছে৷ এ বছরের মধ্যেই সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকাকরণের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ শুক্রবারই ইউরোপে ওষুধ অনুমোদনকারী কর্তৃপক্ষের তরফে ১২ থেকে ১৭ বছর বয়সিদের জন্য তৈরি মডার্নার টিকায় ছাড়পত্র দেওয়া হয়েছে৷