advertisement
হাসপাতালের তরফে জানানো হয়েছে, 'ওই চার শিশুরই শ্বাসের সমস্যা হচ্ছিল। তাদের নিউমোনিয়ারও উপসর্গ ছিল। তারা প্রত্যেকের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। একজন তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিল, বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছিল।' যদিও হাসপাতালের তরফে শিশুদের বয়স উল্লেখ করা হয়নি। উত্তর বিহারের দ্বিতীয় বৃহত্তম ও উন্নত পরিকাঠামোযুক্ত হাসপাতালে কী ভাবে ওই চার শিশুর মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে অভিযোগ উঠেছে, হাসপাতালের ভেঙে যাওয়া ওয়ার্ডেই এখনও রোগীদের চিকিৎসা চালানো হচ্ছে।
বিহারের করোনা পরিস্থিতিও সব মিলিয়ে বেশ খারাপ। গত ২৪ ঘণ্টায় ৫২ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৫ জন। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে সক্রিয় রোগীর সংখ্যা বিহারে অনেক দিন আগেই ২০ হাজারের অনেকটা নীচে নেমে এসেছে। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,১০৫ জনে। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭.০৫ লক্ষে চলে গিয়েছে।
