জানা গিয়েছে করোনা আক্রান্ত সন্দেহে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় র কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিং-এর ৪ তলায় ভর্তি করানো হয় সুনীতা রাউতকে। অথচ পরিবারের লোকজন শনিবার রোগীর খবর নিতে এসে দেখেন তাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। রোগীকে হন্যে হয়ে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন। কিন্তু হাসপাতালে বা হাসপাতাল চত্বরে কোথাওই তাঁকে খুঁজে পাওয়া যায়নি। জানা যায় শনিবার সকাল থেকেই রোগীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
advertisement
এমনকি যখন এদিন সকালে রোগীর পরিবারের লোকজন চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যান,তখন তিনি বলেন, এই নামে কোনও রোগী ভর্তি নেই হাসপাতালে। এমনকি মেডিক্যাল কলেজের সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেও রোগীর সন্ধান পাওয়া যায়নি। স্বভাবতই দিশাহারা রোগীর পরিবার। কীভাবে হাসপাতাল থেকে রোগী গায়েব হয়ে যেতে পারে তা বুঝে উঠতে পারছেন না কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।
অভিজিৎ চন্দ