এই গবেষণাটি সামনে এসেছেন লন্ডনের কিঙ্গস কলেজের গবেষকরা। দলের অন্যতম গবেষক ফ্রাঙ্কেসও রুবিনো বলছেন, " একজন করোনা আক্রান্ত কোন ধরনের ডায়াবিটিসে আক্রান্ত হবেন তা নির্ণয় করা সম্ভব নয় আমাদের পক্ষে। এমনকি সম্পূর্ণ অন্য ধরনের ডায়াবিটিসেও আক্রান্ত হতে পারেন ওই করোনা আক্রান্ত। তবে করোনায় আক্রান্ত হলে গত কয়েক বছরে মহামারীর মতো ছড়িয়ে পড়া ডায়াবিটিসে আক্রান্ত হওয়াটা প্রায় অপ্রতিরোধ্য।
advertisement
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে সতেরো জন ডাক্তারের চিঠি প্রকাশিত হয়েছে এই বিষয়ে। সিদ্ধান্ত হয়েছে কোভিডজডায়েবরেজিস্ট্রি তৈরি করে তাতে সেই ধরনের করোন আক্রান্তের কথা তুলে আনা হবে, যেখানে রোগীর শরীরে ডায়াবিটিসের উপসর্গ দেখা যাচ্ছে। আপাতত এটুকু বলা যায়, করোনা ও ডায়াবিটিস অবিচ্ছেদ্য। সমীক্ষাটি দেখাচ্ছে করোনায় মৃতদের প্রায় ৩০ শতাংশের শরীরেই ডায়াবিটিস ছিল।
একই সঙ্গে কোভিড আক্রান্তের শরীরে একটু একটু করে ডায়াবিটিসের সমস্যাও উঁকি দিচ্ছে। কোভিড যে কোষগুলিকে হামলা করছে তা সরাসরি বিপাকক্রিয়ার সঙ্গে যুক্ত।
উল্লেখ্য অতীতে বহু গবেষণাতেই দেখা গিয়ছে ভাইরাস সংক্রমণ বিপাকের গতি রোধ করে।