TRENDING:

‘স্বাস্থ্যকর্মীদের বাধা দেবেন না, সুরক্ষা দিন, নার্সিংহোম-প্রাইভেট ক্লিনিক খুলুন’, রাজ্যগুলিকে কেন্দ্রের চিঠি

Last Updated:

জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরাই করোনা মোকাবিলায় প্রথম সারির সৈনিক ৷ তাদের বাধা দিলে করোনার বিরুদ্ধে যুদ্ধ দুর্বল হয়ে পড়বে বলে চিঠিতে উল্লেখ স্বরাষ্ট্রসচিবের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশজুড়ে করোনা সংক্রমণ আরও বাড়ছে ৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রের৷  মুখ্যসচিবকে পাঠানো ওই চিঠিতে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীদেরও নিরাপত্তা সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, শুধু একটি রাজ্যের ভিতরই নয়, আন্তঃরাজ্য সফরেও যেন এই সব কর্মীদের কোনও বাধা পেতে না হয় তার খেয়াল রাখতে হবে রাজ্য সরকারকেই ৷ একইসঙ্গে লকডাউনে বন্ধ থাকা প্রাইভেট ক্লিনিক ও নাসিংহোমগুলি খোলার জন্য রাজ্যগুলিকে চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷
advertisement

কোভিড ১৯ সহ অন্যান্য অসুস্থতার ক্ষেত্রেও সহায়তার জন্য প্রাইভেট ক্লিনিক ও নার্সিংহোমগুলি খোলা অত্যন্ত প্রয়োজন ৷ বেশ কিছু রাজ্যে স্বাস্থ্যকর্মীদের উপর কিছু নিষেধাজ্ঞা চাপানো হয়েছে ৷ যার ফলে করোনা পরিস্থিতিতে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়ছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, সাফাইকর্মী থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা ৷ তাঁদের গতিবিধি অবাধ করার নির্দেশ কেন্দ্রের ৷

advertisement

চিঠিতে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে ও ঠিক সময়ে চিকিৎসা পরিষেবা দিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও বাধা দেওয়া যাবে না ৷ তাঁরা যেন বিনা বাধা যাতায়াত করতে পারেন ৷ আন্তঃরাজ্য অ্যাম্বুলেন্সের যাতায়াতেও কোনও নিষেধাজ্ঞা জারি করা যাবে না ৷ তাহলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হবে ৷ জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরাই করোনা মোকাবিলায় প্রথম সারির সৈনিক ৷ তাঁদের বাধা দিলে করোনার বিরুদ্ধে যুদ্ধ দুর্বল হয়ে পড়বে বলে চিঠিতে উল্লেখ স্বরাষ্ট্রসচিবের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

উল্লেখ্য, দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে আন্তঃরাজ্য সীমানা সিল করে দেওয়ায় সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রবল সমস্যায় পড়েন ৷ এই ঘটনা সামনে আসার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এমন পদক্ষেপ ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘স্বাস্থ্যকর্মীদের বাধা দেবেন না, সুরক্ষা দিন, নার্সিংহোম-প্রাইভেট ক্লিনিক খুলুন’, রাজ্যগুলিকে কেন্দ্রের চিঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল