দেশে ১ দিনে করোনায় রেকর্ড সংক্রমণ। ২৪ ঘণ্টায় সংক্রমণ ৬৭৬৭ জনের । দেশে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮
জন । দেশে করোনায় মৃত বেড়ে ৩ হাজার ৮৬৭ । শুধু ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৪৭ ।
ভারতে করোনায় সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৪১ জন । মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লি— দেশে মোট আক্রান্তের প্রায় ৬৮ শতাংশ এই চারটি রাজ্য থেকে। দেশে করোনা আক্রান্তের সংখ্যায় অনেক দিন ধরেই শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৮২।
advertisement
অন্যদিকে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২৬৫ জনের । আক্রান্ত ৩,৩৩২ জন । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। যদিও রাজ্য সরকারের হিসেবে করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা ১৯৩। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে।
Location :
First Published :
May 24, 2020 9:29 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সংক্রমণে সবচেয়ে বড় রেকর্ড, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৬,৭৬৭ জন, মৃত ১৪৭
