TRENDING:

Covaxin: নেই WHO-র ছাড়পত্র, বিদেশে যেতে সমস্যায় পড়ছেন কোভ্যাক্সিন নেওয়া ভারতীয় পড়ুয়ারা !

Last Updated:

মানবদেহে কোভ্যাক্সিন প্রয়োগ পরীক্ষার তৃতীয় দফার ফলাফল সামনে এলে আর কোনও সমস্যা হবে না বলেই মনে করছে ভারত বায়োটেক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁদের জন্য নতুন একটা সমস্যা এখন বিদেশযাত্রা ৷ বিশেষ করে ভারতীয় পড়ুয়াদের ৷ কোভ্যাক্সিন নেওয়া পড়ুয়াদের জন্য অন্য দেশের ভিসা পাওয়া কঠিন হচ্ছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ছাড়পত্র না-পাওয়ায় কোভ্যাক্সিন প্রতিষেধক নিয়ে এখন বিপাকে পড়েছেন বিদেশে পড়াশোনা বা চাকরি করতে যেতে চাওয়া বহু ভারতীয়। অন্যদিকে কোভিশিল্ড ভ্যাকসিন যাঁরা নিয়েছেন, তাঁদের বিদেশযাত্রায় বা অন্য কোনও দেশে পৌঁছনোর পর কোনও সমস্যা হচ্ছে না বলে জানা গিয়েছে ৷
advertisement

ভারতে তৈরি এই ভ্যাকসিন নেওয়ার পর ভিসা আবেদন করলে বহুক্ষেত্রেই তা বাতিল হচ্ছে ৷ এমনকী অন্য দেশে চলে গেলেও সেখানে নতুন করে ভ্যাকসিন নিতে বলা হচ্ছে ৷ সৌদি আরব, আমেরিকা, ব্রিটেনের মতো অনেক দেশেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন ভারতীয়রা ৷ তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সে দেশে হু স্বীকৃত কোনও প্রতিষেধক নিতে নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। এই পরিস্থিতিতে কোভ্যাক্সিন নিতে অনেকেই চাইছেন না ৷ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক জানিয়েছে, তারা ইতিমধ্যেই কোভ্যাক্সিনের হু-র স্বীকৃতির জন্য আবেদন করেছে ৷ মানবদেহে কোভ্যাক্সিন প্রয়োগ পরীক্ষার তৃতীয় দফার ফলাফল সামনে এলে আর কোনও সমস্যা হবে না বলেই মনে করছে ভারত বায়োটেক ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covaxin: নেই WHO-র ছাড়পত্র, বিদেশে যেতে সমস্যায় পড়ছেন কোভ্যাক্সিন নেওয়া ভারতীয় পড়ুয়ারা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল