TRENDING:

Covaxin : ডেল্টা স্ট্রেন রুখতে সক্ষম কোভ্যাক্সিন! থার্ড ট্রায়ালে দাবি ভারত বায়োটেকের...

Last Updated:

থার্ড ট্রায়ালের (Third Trial) ফলাফল প্রকাশ্যে আসার পর সংস্থার দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta Variant) প্রতিরোধ করতেও কার্যকর কোভ্যাক্সিন (Covaxin)। সেক্ষেত্রে কার্যকারিতা ৬৫.২ শতাংশ কার্যকর বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এদিন ভারত বায়োটেক (Bharat Biotech) জানায়, করোনা টিকার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন (Covaxin)। তবে ডেল্টা ছাড়া B.1.617.1 (কাপা), B.1.1.7 (অ্যালফা), B.1.351 (বিটা), P2- B.1.1.28 (গামা) ভ্যারিয়েন্টের উপরও কার্যকর কোভ্যাক্সিন। ১৩০ জনের উপর করা পরীক্ষার ফলাফল খতিয়ে দেখে এই দাবি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। বাকি ভ্যাকসিনগুলির তুলনায় এই ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার হার কম বলেও জানানো হয়েছে প্রস্তুতকারক সংস্থার তরফে। টিকা প্রাপকদের মধ্যে ১২ শতাংশের মধ্যে হালকা জ্বর বা মাথা ব্যথার মতো অতি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাছাড়া ০.৫ শতাংশ টিকা প্রাপকদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

উল্লেখ্য, থার্ড ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে আসার আগেই কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছিল কেন্দ্র। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ইতিমধ্যেই গোটা দেশে অসংখ্য মানুষ পেয়েছেন। তার মধ্যেই চলছিল থার্ড ট্রায়াল। কোভ্যাক্সিনের সংকটও তৈরি হয়েছিল মাঝে। সেটার যোগান ফের বাড়ানো হয়েছে। ভারত বায়োটেকের দাবি, অন্য বিদেশি ভ্যাকসিনের সঙ্গে সমানভাবে পাল্লা দিতে পারে কোভ্যাক্সিন। যদিও এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনও অনুমোদন দেয়নি কোভ্যাক্সিনের। সেকারণে কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন তাঁরা বিদেশ সফর করতে পারছেন না।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covaxin : ডেল্টা স্ট্রেন রুখতে সক্ষম কোভ্যাক্সিন! থার্ড ট্রায়ালে দাবি ভারত বায়োটেকের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল