বুধবার টেড্রস বলেন, বহু দেশই সংখ্যাবিচার করে ভাবছে করোনাকে তাঁরা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। কিন্তু আসল ঘটনা তা নয়। বহু জায়গাতেই এই সংক্রমণ ফিরে আসছে। আফ্রিকা এবং আমেরিকাকে দেখলেই বোঝা যাবে করোনা কতটা দুর্ভোগে ফেলছে।
দিন কয়েক আগেই হু-কে অর্থসাহায্য বন্ধ করেছে মার্কিন সরকার। করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ীর জন্যে হু এর ওপরেই দায় চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উঠেছে পক্ষপাতের অভিযোগও।সেসব অভিযোগকে কার্যত নস্যাৎ করছেন টেড্রস। তাঁর বক্তব্য, ৩০ জানুয়ারি করোনাকে অতিমারী ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। সেটাই যথার্থ সময় ছিল এই ঘোষণার জন্যে।
advertisement
টেড্রস যখন কথা বলছেন তখন গোটা বিশ্বে করোনায় মৃত্যু ১ লক্ষ ৭৫ হাজার ছাড়িয়েছে। সে কথা স্মরণ করানোয় টেড্রসের উক্তি, "সেই কারণেই বলছি, এই ভাইরাস দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে। কাজেই কোনও রকম ভুল করা চলবে না। দীর্ঘদিন এই মারীর সঙ্গে আমাদের লড়তে হবে।