TRENDING:

করোনার জেরে স্তব্ধ বিমান পরিষেবা, ৩ হাজারের বেশি কর্মীকে ছেঁটে ফেলল বিমানসংস্থা Virgin Atlantic !

Last Updated:

৩১৫০ জন কর্মী ছাঁটাইয়ের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিমানসংস্থা ভার্জিন অ্যাটলান্টিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: করোনার জেরে গোটা বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলির মধ্যে অন্যতম হল যাত্রী বিমান পরিষেবা ৷ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত মাসেই জানানো হয়েছিল, করোনা মহামারির ব্যাপক প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বের ২৫ মিলিয়ন বিমানকর্মীদের উপর ৷ চাকরি হারানোর আশঙ্কাও অনেক ৷ ইতিমধ্যেই ভার্জিন অস্ট্রেলিয়া, এয়ার মরিশাসের মতো অনেক বিমানসংস্থাই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে ৷ ব্যবসার অত্যন্ত খারাপ অবস্থা ভার্জিন অ্যাটলান্টিকেরও ৷ শেষপর্যন্ত কর্মী ছাঁটাইয়ের পথেই হাঁটল ব্রিটেনের এই বিমানসংস্থা ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আপডেট! অধিগ্রহণ নয়, নেওয়া হয়েছে অন্য পরিকল্পনা
আরও দেখুন

৩১৫০ জন কর্মী ছাঁটাইয়ের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিমানসংস্থা ভার্জিন অ্যাটলান্টিক ৷ পাশাপাশি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকেও এরপর অপারেশন চালিয়ে যাওয়া আর সম্ভব নয় বলে জানিয়েছে ভার্জিন অ্যাটলান্টিক ৷ সংস্থার মোট কর্মী সংখ্যা ১০ হাজারের কাছাকাছি ৷ তার মধ্যে তিন হাজার কর্মীর চাকরি হারানো অবশ্যই দুঃসংবাদ ৷ তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি আবার ঠিকঠাক হলে যে সমস্ত কর্মীরা চাকরি হারিয়েছেন, তাদের পুনরায় চাকরি দেওয়ার চেষ্টা করবে সংস্থা ৷ উদাহরণ হিসেবে আমেরিকায় ৯/১১ হামলার পর বিশ্বজুড়ে আসা ‘রিসেশন’ পিরিয়ডের কথা উল্লেখ করা হয়েছে ৷ সে সময়ও চাকরি হারিয়েছিলেন প্রচুর সংখ্যায় বিমানকর্মী ৷ দু’বছর পর পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অনেককেই আবার চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে ভার্জিন অ্যাটলান্টিকের তরফে ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার জেরে স্তব্ধ বিমান পরিষেবা, ৩ হাজারের বেশি কর্মীকে ছেঁটে ফেলল বিমানসংস্থা Virgin Atlantic !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল