TRENDING:

এবার জম্মুতে করোনা আতঙ্ক, আইসোলেশনে ২, বন্ধ হোলির উৎসব

Last Updated:

এদিন সকালে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া দুই ব্যাক্তি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে আতঙ্ক ছড়ায় গোট এলাকায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: গোটা দেশে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা আতঙ্ক৷ আক্রান্তের সংখ্যা ৩১৷ এই আতঙ্কই এবার আছড়ে পড়ল ভূস্বর্গে৷ করোনা সংক্রমণ সন্দেহে সেখানে ইতিমধ্যেই ২ জনকে আইসোলেশানে পাঠানো হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় নেমে জম্মু কাশ্মীর প্রশাসন সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement

এদিন সকালে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া দুই ব্যাক্তি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে আতঙ্ক ছড়ায় গোট এলাকায়৷ পরে তাঁদের আবার হাসপাতালে ভর্তি করা হয়৷ রাজ্য সচিব রোহিত কানসাল জানান, করোনা বিষয়ক সমস্ত বিধিনিষেধ মেনে চলা হচ্ছে৷ ইতিমধ্যেই হোলি ও ওম্যানস ডে-এর সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে৷ অফিসগুলিতে বায়োমেট্রিক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮০৷ মৃত্যু হয়েছে ৩৪৫৬ জনের৷ চিনে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও, ভাইরাস ছড়িয়ে পড়েছে ৯০টি দেশে৷ এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা ইরানেরষ সেখানে মৃত্যু হয়েছে ১২৪ জনের৷ ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়াতেও করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ সংক্রমণ ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকাতেও৷ ভারতের অবস্থাও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে৷ শুক্রবারই দিল্লিতে আরও এক আক্রান্তের খোঁজ মিলেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এবার জম্মুতে করোনা আতঙ্ক, আইসোলেশনে ২, বন্ধ হোলির উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল