মাস চারেক হবে, দেশে নতুন করে থাবা বসিয়েছে করোনা ৷ আর এই মারণ ভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত গোটা দেশই ৷ আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর নিরিখে মহারাষ্ট্র দেশের বাকি রাজ্যগুলির থেকে এগিয়ে থাকলেও সংক্রমণের সংখ্যায় অন্য রাজ্যগুলিও কিছু কম নয় ৷ বিশেষ করে রাজধানী দিল্লি ৷ যেখানে গত দু’মাসে করোনার ভয়াবহ পরিস্থিতি দেখে ফেলেছে গোটা বিশ্বই ৷ মহারাষ্ট্রে করোনায় ডাক্তারদের মৃত্যুর সংখ্যা তুলনায় কম ৷ এখনও পর্যন্ত মাত্র ২৩ জন চিকিৎসকর ওই রাজ্যে প্রাণ হারিয়েছেন কোভিডে ৷
advertisement
চিকিৎসক মৃত্যুর তালিকায় শীর্ষে দিল্লি ৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিহার (৯৬) এবং তৃতীয় স্থানে উত্তর প্রদেশ (৭৯)। রাজস্থানে মারা গিয়েছেন ৩৯ জন চিকিৎসক। ঝাড়খণ্ডে ৩৪ জন। বাংলায় কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন চিকিৎসক।
Location :
First Published :
June 04, 2021 10:47 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ভারতে ৬২৪ জন চিকিৎসকের মৃত্যু, সর্বাধিক দিল্লিতে!
