গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিকত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,২০৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ১০২ জনের। তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লক্ষ ৭৯ হাজার ৮৫ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৯৩ হাজার ৫৪৫ জন। দেশে সুস্থতার হার ৯২.৫ শতাংশ। আর মৃ এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ২১ কোটি ৮৫ লক্ষ ৪৬ হাজার ৬৬৭ জনের।
advertisement
সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লক্ষ ৬১ হাজার ১৫ আর মৃত্যু হয়েছে ৯৬,১৯৮ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,১২৩ জন আর মৃত্যু হয়েছে ৮৫৪ জনের। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লক্ষ ১৮ হাজার ৭৩৫ জন আর মৃত্যু হয়েছে ২৯,৫৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪,৩০৪ জন। কেরলে আক্রান্ত ২৫ লক্ষ ৪৬ হাজার ৩৩৯ জন। মৃত্যু হয়েছে ৯,০০৯ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৯,৭৬০ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ২৩ হাজার ০২৯ জন আর মৃত্যু হয়েছে ২৪,৭৭২ জনের।
উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৬ লক্ষ ৯২ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে ২০,৬৭২ জনের। অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৭ লক্ষ ৪ হাজার ৩৮৮ জন। সেখানে মৃত্যু হয়েছে ১১,০৩৪ জনের। দিল্লিতে আক্রান্ত ১৪ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। মৃত্যু হয়েছে ২৪,২৯৯ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৮৫ হাজার ৮০১ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৬৭৮। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৭৩,৩৪৯ আর মৃত্যু হয়েছে ১৩,০৭৭ জনের।