সেই পাস তাও পাওয়া যাবে অন-লাইনে। কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে নিদিষ্ট তথ্যের ভিত্তিতেই মিলবে পাস। সেই পাসের আবেদন এখনই করা যেতে পারে। মূলত যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাদের তারাই এই পাসের জন্য আবেদন করা হয়েছে। শনিবার দুপুরে উদ্বোধনের পরই আবেদন করা শুরু হয়েছে। আবেদনের কোন শেষ দিন নেই।
advertisement
অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে বিশেষ সুবিধা দিতে উদ্যোগী হল ডায়মন্ড হারবার পুলিশ জেলা প্রশাসন। বাড়ি বসে Whatsapp-এ পাঠানো যাবে বিক্রেতার নাম ঠিকানা ও পরিচয় পত্র। তথ্য খতিয়ে দেখেই হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে চলে যাবে ই পাস। প্রসঙ্গত, ই-কমার্স সংস্থাগুলির জন্য একই 'কার্ফু পাস' বিলি করেছে দিল্লি পুলিশও।
Susovan Bhattacharjee
advertisement
Location :
First Published :
March 28, 2020 10:01 PM IST