উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। নতুন করে ৯৭৯ জন করোনা রোগী মারা গিয়েছেন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৭৩০ জনের। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৫,৭২,৯৯৪ । রবিবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৮,৫৭৮ জন। এখনও পর্যন্ত ২ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৬০৭ মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও পর্যন্ত দেশে ৩২ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।
advertisement
সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৩৬ হাজার ৮২১ আর মৃত্যু হয়েছে ১,২১,২৮৬ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৯৭৪ জন আর মৃত্যু হয়েছে ৪০৫ জনের। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৩৪ হাজার ৬৩০ জন আর মৃত্যু হয়েছে ৩৪,৭৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৬০৪ জন। কেরলে আক্রান্ত ২৮ লক্ষ ৮৮ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ১২,৮৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০,৯০৫ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৬৫ হাজার ৮৭৪ জন আর মৃত্যু হয়েছে ৩২,২৯০ জনের।
উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৭ লক্ষ ০৫ হাজার ৫৯৬ জন। মৃত্যু হয়েছে ২২,৫১৮ জনের। অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৮ লক্ষ ৭৯ হাজার ৮৭২ জন। সেখানে মৃত্যু হয়েছে ১২,৫৯৯ জনের। দিল্লিতে আক্রান্ত ১৪ লক্ষ ৩৩ হাজার ৯৩৪ জন। মৃত্যু হয়েছে ২৪,৯৬৫ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৬১২। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৯৩,২৮৯ আর মৃত্যু হয়েছে ১৩,৪৩১ জনের।