শুধুমাত্র ইউহানই নয় ৷ চিনের বিভিন্ন প্রদেশেই ছড়িয়ে গিয়েছে এই মারণ ভাইরাস ৷ এখনও পর্যন্ত গোটা চিনে মোট ১৭,২০৫ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে ৷
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার নতুন করে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়েছে প্রায় ৩ হাজার।
এদিকে চিনের পাশাপাশি অন্য দেশেও করোনা ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফিলিপিন্সে মৃত্যু হয়েছে ৪৪ বছর বয়সের এক ব্যক্তির ৷ সম্প্রতি তিনি ইউহান থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গিয়েছে ৷ স্পেন, ব্রিটেন-সহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে।
advertisement
Location :
First Published :
Feb 03, 2020 8:18 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ! করোনায় আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৬১
