রাজ্যভিত্তিক পরিসংখ্যান দেখলে দেখা যাবে, সর্বোচ্চ মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সে রাজ্যে মৃতের সংখ্যা ৭৭৯ জন। এরপর রয়েছে গুজরাত, সেখানে মৃতের সংখ্যা ৪৭২। কেন্দ্রীয় সরকারের হিসাব অনুসারে এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান।
যদিও পরিস্থিতি বিচার করে রেল মন্ত্রক জানিয়েছে, আগামী ১২ মে থেকে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হবে দেশে। সোমবার, মানে আজ বিকেল পাঁচটা থেকে ট্রেনের টিকিট বুকিং করা সম্ভব হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে যাত্রা করতে যাত্রীদের। দেশের কোনও কোনও গ্রিন জোন বা সংক্রমণহীন এলাকায় বেশ কয়েকটি পরিষেবাও চালু করেছে কেন্দ্রীয় সরকার। ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলেও দেশে করোনা সংক্রমণ পরিমাণ যে কমছে না, বরং বাড়ছে দ্রুত, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ থেকে প্রশাসন, সকলেরই।
advertisement
Location :
First Published :
May 11, 2020 8:02 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৬২ হাজার পেরিয়ে গেল দেশ করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা ছাড়ল দু’হাজার