TRENDING:

Coronavirus: ক্রেতার সঙ্গে দূরত্ব বজায় রাখতে অভিনব কৌশল বীরভূমের ব্যবসায়ীদের

Last Updated:

মারণ ভাইরাস প্রতিরোধের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ মত ক্রেতাদের থেকে 'সামাজিক দূরত্ব' বজায় রাখার জন্য দোকানের সামনে লাগানো হয়েছে বাঁশ, দড়ি কোথাও আবার বেঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: লাঠি,  বাঁশ আর দড়ি দিয়েই চলছে করোনা প্রতিরোধের লড়াই। বীরভূমের বিভিন্ন জায়গায় মুদি বা ওষুধের দোকানে সামনে কোথাও লাঠি লাগানো তো কোথাও দড়ি বাঁধা। করোনা সংক্রমণ প্রতিরোধে এইভাবেই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন জেলার বিভিন্ন ওষুধ ও মুদি দোকানের বিক্রেতার।
advertisement

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের প্রাথমিক এবং একমাত্র শর্ত হল 'সামাজিক দূরত্ব' বজায় রাখা এবং নিয়মিত কিছুক্ষন পর পর হ্যান্ড স্যানিটাইজর কিংবা সাবান দিয়ে ভাল করে হাত ধোওয়া। এছাড়া তো মাস্কের ব্যবহার রয়েছেই। তাই ওই মারণ ভাইরাস প্রতিরোধের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ মত ক্রেতাদের থেকে 'সামাজিক দূরত্ব' বজায় রাখার জন্য দোকানের সামনে লাগানো হয়েছে বাঁশ, দড়ি কোথাও আবার বেঞ্চ। কারণ কোন ক্রেতা অনিচ্ছাকৃত ভাবে বিক্রেতা বা দোকানদারের এক মিটারের মধ্যে আসতে গেলে ওই সমস্ত জিনিস গুলি বাধা হয়ে দাঁড়াবে। তাছাড়া ক্রেতা বিক্রেতা উভয়ের কথা ভেবেই বিক্রেতাদের পক্ষ থেকে হ্যাণ্ড স্যানিটাইজরের ব্যবস্থা করা হয়েছে৷

advertisement

অন্যদিকে, ক্রেতাদের মধ্যে যাতে ' সামাজিক দূরত্ব' বজায় থাকে সেই দিকেও নজর রাখা হয়েছে। এছাড়া এই বিষয়ে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশও। তাঁরাও দোকানের সামনে 'সেফটি সার্কেল' বানিয়েছেন যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

Supratim Das

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus: ক্রেতার সঙ্গে দূরত্ব বজায় রাখতে অভিনব কৌশল বীরভূমের ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল