মূলত প্রযোজক দেবের চিন্তাতেই এভাবে তৈরি হয়েছে সতর্কবার্তার ভিডিও৷ তারকারা বারে বারে সাধারণ মানুষকে সচেতন করছেন৷ এবার তাই নিজের প্রযোজনার ছবির প্রচারে করোনা সতর্কতার কথাই তুলে ধরলেন দেব৷ তিনিও চাইছেন তার ভক্ত ও সাধারণ মানুষকে সাবধান করতে৷ যদিও অভিনেতা এই সময় নিচ্ছেন পায়ের যত্ন৷ গৃহবন্দী অবস্থায় তিনি তার ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন৷ আপাতত পায়ের দেখভাল করার সময় পেয়ে গিয়েছেন তিনি৷ দেবের পরবর্তী ছবি গোলন্দাজের শ্যুটিং-এ পায়ে চোট পান তিনি৷
advertisement
advertisement
৩১ মার্চ পর্যন্ত টলিউডের সব কাজ বন্ধ রয়েছে৷ ছবির প্রচার থেকে মুক্তিও স্থগিত হয়ে গিয়েছে৷ এখন তাই সোশ্যাল মিডিয়াতেই চলছে সব প্রচার৷
Location :
First Published :
March 26, 2020 4:57 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শ্যুটিং বন্ধ তবে বাংলা ছবির প্রচারে করোনা সতর্কতা! দেখুন মজাদার ভিডিও...